বৃহস্পতিবার, ফেব্রুয়ারী, ০৬, ২০১৪: মাঘ ২৪, ১৪২০বঙ্গাব্দ: ০৫ রবিউস সানী, ১৪৩৫ হিজরি, ০৮ বছর, সংখ্যা ২৩৭ |
গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
![]() |
লক্ষ্যাপারের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন শুরুযাযাদি রিপোর্ট
![]() ![]() সম্মেলনের সমন্বয়কারী অসিত কুমার সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে আয়োজিত দিনব্যাপী আয়োজন সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী অমরেশ রায় চৌধুরী। এ উৎসবে তাকে আজীবন সম্মাননা দেয়া হবে। বিকাল ৪টায় 'প্রাণের গানে বিজ্ঞাপনী আছর' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী অমল আকাশ, আরিফ বুলবুল, চঞ্চল মাহমুদ চৌধুরী, রেজওয়ান আলী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সঞ্জীবন স্যানালের নেতৃত্বে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবে লক্ষ্যাপারের অবৈতনিক সঙ্গীত বিদ্যালয় পরম্পরা স্কুল অব ক্লাসিক্যাল মিউজিকের শিক্ষার্থীরা। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে কণ্ঠসঙ্গীত পরিবেশনা। কণ্ঠসঙ্গীত পরিবেশন করবেন অমরেশ রায় চৌধুরী, রেজওয়ান আলী, অরিন্দম চট্টোপাধ্যায়, আমিন আখতার সাদমানি, বর্ণালি সাহা এবং সঞ্জীবন স্যান্যাল। যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন শাহাদত হোসেন খান (সরোদ), দোলন কানুনগো (গিটার), শিবনাথ দাস (বাঁশি), এবাদুল হক সৈকত (সেতার), এস শান্তনু (সন্তুর)। অসিত কুমার আরো জানান, সম্মেলনে শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শিতার জন্য শিক্ষার্থীদের 'হারাধন-সুখেন প্রণোদনা বৃত্তি' প্রদান করা হবে। লক্ষ্যাপারের প্রথম শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। সেবারের সম্মেলনে ওস্তাদ শামসুল হককে আজীবন সম্মাননা জানায় সংগঠনটি। ২০১০ সালে প-িত রামকানাই দাস, ২০১১ সালে মদনগোপাল দাস (তবলা), ২০১২ সালে রাজশাহীর শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ রবিউল হোসেনকে আজীবন সম্মাননা জানায় তারা। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নজঙ্গিবাদ নিয়ে মন্ত্রীদের প্রচারে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে_ বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের এই বক্তব্য সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |