রোববার, জানুয়ারী ১৪, ২০১৮: মাঘ ০১, ১৪২৪ বঙ্গাব্দ: ২৬ রবিউস সানি, ১৪৩৯ হিজরি ১২ বছর, সংখ্যা ২১৫ |
গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
![]() |
বৈশাখ এবং একজন
হিমাংশুর গল্পশাহীন রেজা
![]() বেআব্রু ছায়ার মধ্যে ঝড়জল এবং বৈশাখ চৈত্রের নামতা পড়াতে পড়াতে কাঁচা আমের লোভে স্বর্গে চলে যান স্বর্গের দেবযানী বৈদিক মন্ত্রে দীক্ষিত হিমাংশুর আর নামতা পড়ানো হয় না ঝড়জল এবং ছায়ার মধ্যে দাঁড়িয়ে মৃত শিক্ষক দুপুরকে কাছে টানেন, রোদভাঙ্গা বাতাসে আলোর শব্দ এক অক্ষে এক দু'ই দু গুনে দুই... নামতা পড়ার ছলে জীবন ও মৃত্যু কাছাকাছি নির্লজ্জ রোদ ভেঙ্গে ছায়া আসে, আসে বৈশাখ কাঁচা আমের গন্ধ উচাটন তীব্র দুপুর একজন হিমাংশু হেঁটে আসেন ছায়া ভেঙ্গে নির্ভয়ে কাঁধে রাইফেল হাতে শ্লেট এবং দেবযানী দেবযানী গল্প বলেন রাইফেল খই ফোটায় কিন্তু অমসৃণ শ্লেটে লেখা হয় না কিছুই বৈশাখে ছায়া আছে, হিমাংশু দেবযানী শুধু নামতা নেই নামতা থাকে না এক অক্ষে এক, এক দু'গুনে দুই, তিন অক্ষে তিন নামতা অভাবে ঘাস এবং নক্ষত্রের হিসাব মেলে না। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
-এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নজঙ্গিবাদ নিয়ে মন্ত্রীদের প্রচারে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে_ বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের এই বক্তব্য সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
![]() ![]() |