শুক্রবার, অক্টোবর ১৩, ২০১৭: আশ্বিন ২৯, ১৪২৪ বঙ্গাব্দ: ২২ মহররম, ১৪৩৮ হিজরি, ১৩ বছর, সংখ্যা ১২৪ |
গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
![]() |
কাতালানকে ৮ দিন সময় দিল স্পেনযাযাদি ডেস্ক
![]() ![]() স্পেনের সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ কার্যকর করলে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে ক্ষমতা থেকে সরানোর ক্ষমতা পাবেন রাজয়, এরপর তিনি সম্ভবত ওই অঞ্চলটিতে নির্বাচনের ডাক দেবেন। পরে স্পেনের পার্লামেন্টকে তিনি জানান, প্রশ্নের উত্তর দেয়ার জন্য কাতালান সরকারের সমানে ১৬ অক্টোবর, সোমবার সকাল পর্যন্ত্ম সময় আছে। তারা যদি এটি নিশ্চিত করে তাহলে তা সংশোধন করার জন্য ১৯ অক্টোবর পর্যন্ত্ম আরও তিনদিন সময় পাবে। এতে ব্যর্থ হলে অনুচ্ছেদ ১৫৫ কার্যকর করা হবে। তবে, কাতালান সরকার কেন্দ্রীয় সরকারের এই অনুরোধের উত্তর দেবে কি-না, তা পরিষ্কার হওয়া যায়নি। কিন্তু এখন তাদের একটি সমস্যার মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন বিশেস্নষকরা। যদি পুজদেমন বলেন, তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তিনি যদি বলেন, তিনি স্বাধীনতা ঘোষণা করেননি, তাহলে চরম বামপন্থী পার্টি সিইউপি সম্ভবত তার সংখ্যালঘু সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নজঙ্গিবাদ নিয়ে মন্ত্রীদের প্রচারে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে_ বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের এই বক্তব্য সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
![]() ![]() |