শনিবার, জানুয়ারী ১৩, ২০১৮: পৌষ ৩০, ১৪২৪ বঙ্গাব্দ: ২৫ রবিউস সানি, ১৪৩৯ হিজরি ১২ বছর, সংখ্যা ২১৪ |
গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
![]() |
তিন মাধ্যমে ব্যস্ত্ম চুমকিবিনোদন রিপোর্ট
![]() ![]() গতকাল সন্ধ্যায় সিলেটে তার একক অভিনীত নাটক 'সীতার অগ্নিপরীক্ষা'র শো করেছেন চুমকি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'সিলেটের নামকরা নাট্যদল মণিপুরী থিয়েটার গত ১০ থেকে তিন দিনব্যাপী একক নাটকের উৎসব করেছিল। অদ্বিতীয়া শিরোনামের এ নাট্যোৎসবে দেশের ছয়টি একক নাটক প্রদর্শিত হয়েছে। উৎসবের সমাপনী দিন অর্থাৎ গতকাল সন্ধ্যায় আমার একক অভিনীত সীতার অগ্নিপরীক্ষা নাটকটির ৪৫তম মঞ্চায়ন করেছি। আমি এই শোটি নিয়ে খুবই উত্তেজিত ছিলাম। যেহেতু আমাকে একাই অভিনয় করতে হয়, তাই বেশ কদিন শুটিং না করে এই নাটকের মহড়া করেছি। অবশেষে আমার কষ্ট সার্থক হয়েছে। ঢাকার মতো সিলেটের দর্শকও নাটকটি দারম্নণ পছন্দ করেছেন।' সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়েও অংশ নিয়েছেন নাজনিন চুমকি। ধ্রম্নব হাসান পরিচালিত চলচ্চিত্রটির নাম 'দাহকাল'। ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে চুমকি বলেন, 'মৌলিক গল্পের একটি ছবি এটি। আমি একজন বড়লোক ব্যবসায়ীর বউয়ের চরিত্রে অভিনয় করেছি। আমার স্বামীর চরিত্রে রয়েছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া আছেন ফারিন, শাকিল, তারিক আনাম খান প্রমুখ। আমরা পাবনায় শুটিং করেছি। এরপর সুনামগঞ্জ ও ফেনীতে ছবিটির শুটিং হবে।' এছাড়া সম্প্রতি আপন আহসানের নির্দেশনায় আইএফআইসি ব্যাংকের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন এই তারকা। টিভিসিটি অচিরেই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানালেন তিনি। অভিনয়ের পাশাপাশি গুণী নাট্যকার ও নির্দেশক হিসেবেও পরিচিত নাজনিন হাসান চুমকি। সর্বশেষ তিনি নির্মাণ করেছেন ২৬ পর্বের ধারাবাহিক নাটক তিলোত্তমা'জ। কয়েকজন নারীর গল্প এটি। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, রওনক হাসান, হৃদি হক, সোহানা সাবা, তানজিকা, নাদিয়া মিম, তৌসিফ মাহবুব প্রমুখ। এটি বাংলা টিভিতে প্রচার হয়েছে। এছাড়া গত ঈদে এসএ টিভিতে প্রচার হয় তার নির্মিত 'জার্নি বাই লঞ্চ'। নাটকটি ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। এখন নতুন নাটক রচনা ও পরিচালনার কথাও ভাবছেন চুমকি। এছাড়া তার অভিনীত বেশকিছু ধারাবাহিক নাটক গত বছরের শেষ দিকে প্রচার শেষ হয়েছে। তাই একাধিক নতুন ধারাবাহিক নাটকেও যুক্ত হবেন বলে জানালেন তিনি।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নজঙ্গিবাদ নিয়ে মন্ত্রীদের প্রচারে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে_ বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের এই বক্তব্য সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
![]() ![]() |