শনিবার, জানুয়ারী ১৩, ২০১৮: পৌষ ৩০, ১৪২৪ বঙ্গাব্দ: ২৫ রবিউস সানি, ১৪৩৯ হিজরি ১২ বছর, সংখ্যা ২১৪ |
গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
![]() |
অনুশীলনে ফিরছেন মাশরাফি-তামিমরাক্রীড়া প্রতিবেদক
![]() ![]() আগামী সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরম্ন করবে বাংলাদেশ। ঘরের মাঠে লড়াই শুরম্ন হতে আর মাত্র একদিন বাকি। ইতোমধ্যে শুক্রবার রাতে কয়েক ভাগে ভাগ হয়ে জিম্বাবুয়ে দল ঢাকায় পৌঁছেছে। আজ শনিবার শ্রীলংকা দলের ক্রিকেটারদেরও পৌঁছানোর কথা। এদিকে, জিম্বাবুয়ে দল বিলম্বে পৌঁছানোর কারণে আজকের নির্ধারিত প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে। তাতে কিছুটা ক্ষতি হয়েছে বাংলাদেশের চার ক্রিকেটার- এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আবুল হাসান রাজু আর মোহাম্মদ মিঠুনের। চারজনই ছিলেন বিসিবি একাদশে। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের সুযোগ ছিল নিজেদের ঝালিয়ে নেয়ার। টিম ম্যানেজমেন্টের মতে, আবহাওয়া, কুয়াশা ও শিবিরস্নাত আউটফিল্ড, সবকিছু মাথায় রেখেই প্রস্তুতি নেয়ার চেষ্টা চলছে। যদিও খেলা শুরম্ন হবে দুপুর ১২টায়। কিন্তু এক ইনিংস শেষেই শীত জেঁকে বসে। সন্ধ্যা নামতেই ঘন কুয়াশা পড়তে থাকে। সন্ধ্যার পর কুয়াশা আর শিশিরে ভিজে যায় আউট ফিল্ড। তাতে স্পিনারদের বল গ্রিপিংয়ে যেমন সমস্যা হয়, তেমনি ব্যাটসম্যানদেরও কিছু অস্বস্ত্মির মধ্যে পড়তে হয়। বল স্কিড করে, প্রত্যাশার চেয়ে বল জোরে চলে আসে, এটাও একটা প্রতিবন্ধকতা, এসব মাথায় রেখেই কয়েকদিন সন্ধ্যায় অনুশীলন চলেছে। এবারের ত্রিদেশীয় ক্রিকেটে সাফল্য জরম্নরি টাইগারদের। প্রথম কারণ, দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ সিরিজের বিপর্যয় কাটিয়ে আবার আলোয় ফেরা। দ্বিতীয়ত ঘরের মাঠে ওয়ানডেতে সাফল্য অব্যাহত রাখা। আর সর্বোপরি কোচ চন্ডিকা হাথুরম্নসিংহেকে একটা বড় জবাব দেয়া- সব মিলিয়ে একটা অন্যরকম চ্যালেঞ্জ টাইগারদের সামনে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
খেলাধুলা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নজঙ্গিবাদ নিয়ে মন্ত্রীদের প্রচারে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে_ বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের এই বক্তব্য সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
![]() ![]() |