বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হৃদয় খানের ১ দশক

২০০৮ সালে শুরু, আজ ২০১৮। সগৌরবে সংগীতাঙ্গনে এক দশক পার করে দিলেন হাটর্থ্রব হৃদয় খান। চলতি দশকের অন্যতম সফল ও জনপ্রিয় সংগীত তারকাদের একজন তিনি। তারকা বলতে যা বোঝায় তাই যেন হৃদয় খান। একাধারে গায়ক, সুরকার ও সংগীতপরিচালক হিসেবে ক্যারিয়ারের শুরুতেই বাজিমাত করেন। তার মোহ আজও কাটেনি। এই তারকাকে নিয়ে লিখেছেন মাসিদ রণ
নতুনধারা
  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
হৃদয় খান

বতর্মানে আমাদের দেশি সংগীতাঙ্গনের যে অবস্থা তাতে দাপটের সঙ্গে এক দশক পার করে দেয়াটা খুব সহজ কথা নয়। আসিফ আকবর-হাবিব ওয়াহিদের পর এমন শিল্পী খুব কমই আছেন যাদের কিছু গান দশর্ক শ্রোতার মুখে মুখে ফিরেছে। তাদেরই একজন হৃদয় খান। শুধু গানই নয়, একজন তারকার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের মনে যে আগ্রহ-কৌত‚হল থাকা দরকার তারও কোনো কমতি নেই হৃদয় খানের ক্ষেত্রে। পেইজ থ্রিতে তার গান নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি তার প্রেম-বিয়ে-সংসার-সম্পকের্র কাটা-ছেড়া নিয়েও কম কথা হয়নি। এসবের মাঝেই বিন্দাস হৃদয় খান। গানের অসুস্থ প্রতিযোগিতায় কোনোদিন মেতে ওঠেননি। গান করছেন সম্পূণর্ নিজস্ব গতিতে, নিজস্ব ধারা বজায় রেখে। তার গানের সুর, সংগীত ও গায়কীতে এক ধরনের মাদকতা আছে। হৃদয় ভক্তরা হয়ত এই মাদকতার নেশায় পড়েই তাকে ঠঁাই দিয়েছেন হৃদয় গহীনে। বিশ্বের প্রায় সব জনপ্রিয় তারকাদের মতো হৃদয় খানের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে ছিল জোয়ার ভাটার টান। তবে প্রকৃত শিল্পী শিল্প নিয়েই ফিরে ফিরে আসেন ভক্তের কাছে। হৃদয় খানও তাই। বানের জোয়ারে গা ভাসিয়ে বা ব্যস্ত দেখানোর জন্য খুব বেশি কাজ কখনোই করেননি। তবে যে কাজটি করেছেন তা হয়ে উঠেছে স্পেশাল। সম্প্রতি বেশকিছু নতুন কাজ নিয়ে তিনি হাজির হয়েছেন দশের্কর মাঝে। সামনে আসছে আরও কিছু চমক। সম্প্রতি প্রকাশ হওয়া হৃদয় খানের ‘লুকোচুরি প্রেম’ শিরোনামের গানটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি দেখে ইউটিউবে অনেক দশর্কই কমেন্ট করেছেন, স্বমহিমায় ফিরেছেন হৃদয় খান। কেউবা লিখেছেন, এমন গানেই হৃদয় খানকে দেখতে চায় তারা। আর নতুন গানে মুগ্ধতার কথা তো প্রায় সবাই লিখেছেন। গেল ঈদুল আজহা উপলক্ষে নিমির্ত গুণী পরিচালক রেদয়ার রনির ‘বিয়ের দাওয়াত রইল’ টেলিছবিতে এই গানটি গেয়েছেন হৃদয় খান। ‘চোখাচোখি দেখাদেখি তারপর, লুকোচুরি প্রেম ভালোবাসা, এলোমেলো করে দিলো আমায়, আমি যে কত বেশি ভালোবাসি, কী করে বোঝাবো তোমাকে’ এমন কথার গানটিতে পদার্য় দেখা গেছে জনপ্রিয় তারকা রাফিয়াথ রশিদ মিথিলা ও মনোজ কুমারকে। গানটির কথা লিখেছেন এস.এ হক অলিক। এ গানে হৃদয়ের সহশিল্পী তাসনিম আনিকা। গাওয়ার পাশাপাশি এর সুর-সংগীত করেছেন তিনি। ‘লুকোচুরি প্রেম’ গানটি নিয়ে হৃদয় খান বলেন, ‘এর আগে আমার নিজের অভিনীত নাটক ও টেলিছবির জন্য গান করেছিলাম। তবে এবারই প্রথম অন্য অভিনেতার জন্য টেলিছবির গান করলাম। কাজটি খুব যতœ নিয়ে করেছিলাম। রেকডির্ংয়ের সময়ই বুঝতে পারছিলাম দশর্ক পছন্দ করবেন। কিন্তু এত অল্প সময়ে এত বেশি রেসপন্স পাব ভাবিনি। গান করার ক্ষেত্রে ভবিষ্যতে এমন ধারা অব্যাহত রাখতে চাই।’ গেল ঈদে মুক্তিপ্রাপ্ত মাহিয়া মাহি ও বনি সেনগুপ্ত অভিনীত ‘মনে রেখ’ ছবির টাইটেল গানটিও গেয়েছেন হৃদয় খান। এ নাটটিও বেশ প্রশংসিত হয়েছে। গানটি ইতিমধ্যে দুই মিলিয়নের বেশি ভিউ হয়েছে ইউটিউবে। এ ছাড়া মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তাহসান খান ও শ্রাবন্তি অভিনীত ‘যদি একদিন’ ছবিতে গান গেয়েছেন তিনি। গানের শিরোনাম ‘ল²ী সোনা’। এদিকে অচিরেই চমক নিয়ে হাজির হচ্ছেন হৃদয় খান। দেশের গÐি পেরিয়ে তিনি কাজ করছেন বিদেশের মাটিতে। সম্প্রতি তিনি শ্রীলংকায় গিয়ে একাধিক গান করেছেন। তবে মজার বিষয় হলো গানগুলো একইসঙ্গে বাংলা ও সিংহলি ভাষায় প্রকাশ হবে। এরইমধ্যে হৃদয় খানের একক গান ও অন্য শিল্পীদের সঙ্গে দ্বৈত গানও আছে। ইতিমধ্যে একটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন শ্রীলংকা থেকেই। এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘এ বছরই বেশকিছু নতুন গান দুই ভাষায় মুক্তি পাবে। প্রতিটি গানেরই মিউজিক ভিডিও প্রকাশ করব। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ছাড়াও শ্রীলংকা থেকে গানগুলো প্রকাশ পাবে। নতুন যে মিউজিক ভিডিওটি করেছি সেটি আমার সলো গান। রোমান্টিক ধাচের গানটির মিউজিক ভিডিওটি নিজেই পরিচালনা করেছি। আমি নিজেই মডেল হয়েছি। আশা করছি কাজগুলো সবার ভালো লাগবে।’ নিজের মৌলিক গানতো নিয়মিত করছেন, পাশাপাশি হৃদয় দেশ-বিদেশের বিভিন্ন সংগীতশিল্পীর গান কভার করছেন হৃদয় খান। সম্প্রতি তিনি আর দয়িতা ক্রিস্টিনা পেরির ‘থাউজেন্ড ইয়াসর্’ গানটি কাভার করেছেন। এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘গান কভার করা শুরু করেছি আরও কয়েক বছর আগে। আলিফ আলাউদ্দীনের সঙ্গে দ্বৈত গান কাভার করেছিলাম। নতুন খবর হলো, ‘হৃদয় খান অ্যান্ড ফ্রেন্ডস’ নামে ইউটিউব চ্যানেল খুলেছি আমি। সেখানে নতুন নতুন কাভার গান নিয়মিত প্রকাশ করছি আমরা। কারণ দেশের বাইরে অনেক বড় শিল্পীই গান কভার করছেন। আমাদের দেশে হলে সমস্যা কী? এ ছাড়া কাভার গান করতে আমি আলাদা স্বাচ্ছন্দ্যবোধ করি। শুধু বাংলা ও ইংরেজি নয়, সব ভাষার গান কাভার করার ইচ্ছে আছে। আরও বেশকিছু পরিকল্পনা মাথায় ঘুরছে। আপতত বলতে চাই না।’ নতুন গান, কভার গানের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন এই গায়ক। কিছুদিন পর আমেরিকায় শো করার কথা চলছে। আর দেশের মধ্যে ঢাকার বাইরে তার বেশি স্টেজ শো করা হয়। ঈদের আগে করেছেন কেরানীগঞ্জে। আসছে সপ্তাহে ভোলা, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে স্টেজ শো করার কথা রয়েছে তার। সবশেষে জানতে চাওয়া হয় তার অভিনয় প্রসঙ্গে। হৃদয় খান বলেন, ‘নাটক, টেলিছবি বা চলচ্চিত্রে অভিনয়ের তেমন কোনো ইচ্ছা নেই। তবে নিজের মিউজিক ভিডিওতে দশর্ক নিয়মিত আমার অভিনয় দেখতে পাবেন। আপাতত গান ও মিউজিক ভিডিওতে ফোকাস করতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে