logo
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯, ৯ অগ্রহায়ণ ১৪২৬

  শাহীন রেজা   ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০  

তোমাকে চাইনি তবু

তোমাকে চাইনি তবু তুমি আজ কাছে দিনান্তের সব চিল ফেরে না ডেরায় আত্মার সব চাঁদে লাগে না গ্রহণ দুপুরের সব ডাকে নেই ঘুঘু-ঝিম শ্রাবণের বিপরীতে কিছু নদী ছোটে কিছু ফুল ফুটে যায় দহন প্রলেপে ভালোবাসা একে বলে হঠাৎ ছড়ায় জল মরু জলসায় সুদূর সারথীজন লহমায় হ্রদয় কুটিরে তোমাকে খুঁজিনি তবু তুমি আজ কাছে তোমার ছোঁয়াতে এই ছায়াবৃক্ষ বাঁচে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে