বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরাণবতী

রকিবুল হাসান
  ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

আমি দেবতীকে বললাম- তোমার মেঘলা চুলে একদিন বেণি করো দুটো- বেণিতে জড়িয়ে নিও বেলি ফুলমালা ছড়ানো থাকবে বুকের কার্নিশে যেন শুভ্রতার ভাঙা মেঘ। আরো বললাম- মৃত্তিকা শরীরে তুমি পরবে মিহিন ছন্দের শাদা শাড়ি- পাড়টা হতে হবে লাল- তৃষ্ণায় জাগো পরাণবতী দেবতীর চোখে এক মেঘ জল- কোনো কথা না কয়ে ফিরে যায় নিজের নগরে- আমি জেগে থাকি ভুলের কবরে আজন্ম আঁধারে দেবতীকে খুব করে বলতে ইচ্ছে করে- যে তুমি চলে গেলে সে- তুমি কতটুকু গেলে- নাকি সমুদ্র- কান্নায় ফিরে আসার ঢেউয়ে বুকে আমার আছড়ে পড়া- উজানের স্রোতে জাগো পরাণবতী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে