শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুমিই বাঙালির হৃদস্পন্দন

দেলওয়ার বিন রশিদ
  ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

বাংলার সবুজ পত্র পলস্নবে যেখানেই চোখ রাখি সর্বত্রই মুজিব তুমি, তোমার দৃঢ় প্রত্যয়ী মুখ ভেসে উঠে স্বাধীনতা পতাকায় তোমাকে দেখি তুমি, কেবলি তুমি পিতা দৃষ্টি জুড়ে, শিশুদের কলকাকলিতে, বইয়ের পাতায় ফুলের সুবাসে তুমি তুমি আমাদের হৃদয়াবেগের ভাষা- জাতীয় সঙ্গীত পথে প্রান্তরে মাঠে ঘাটে তোমারই বজ্র কণ্ঠ শুনি, বটের ছায়ায় হিজল তলে কৃষকের কথোপকথনে মুজিব তুমি তোমারই কণ্ঠ ধ্বনি প্রতি ধ্বনিত হয়, গ্রামগঞ্জে শহরে সভা সমাবেশে মুজিব তুমি আনন্দ উৎসধারা। সংসদে প্রাণ চাঞ্চল্যে তুমি, আশা স্বপ্নে তুমি কলকারখানায় রাজপথে মিছিলে স্স্নোগান তুমি মুজিব তুমিই বাঙালির শক্তি সাহস প্রেরণা মুজিব তুমি সূর্য নায়ক, তুমি বাঙালির স্বপ্ন বৈভব তুমিই বাঙালির হৃদস্পন্দন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে