logo
সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৬

  দালান জাহান   ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০  

নির্লজ্জ চোখ

কামনা ছোঁয়া কামিজের ফিতায় প্রলয়ের ঝড তোলে ইস্রাফিলের বাঁশি সুবর্ণ চরের আকাশ ভারী হয় ভারী হয় দুর্ভাগা নুসরাতের মুখ শুধু ভারী হয় না মাথা মোড়ানো মানুষের মাথা। \হবেদনার পলস্নী ভেঙে অগণন স্বপ্নদিন মরতে মরতে গেয়ে যায় বিজয়ের গান নিজের নির্লজ্জ চোখ ঠুকরে খেয়ে ঘরের কোণে ছড়িয়ে দেয় রক্তের রঙ। নিঃসঙ্গ নদীতে ডানা ভেঙে কাঁদে কুণ্ঠিত রমণীর মৃতু্য ছায়া বাতাসে ওড়ে কিশোরীর মেয়ের উন্নত স্তনের গ্রিল পোড়ে যায় সম্ভ্রম পোড়ে যায় নুসরাত পোড়ে যায় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে