logo
  • Sun, 18 Nov, 2018

  আবু সাইদ   ০১ আগস্ট ২০১৮, ০০:০০  

বন্ধু আমার

একসাথে খেলি আর ইশকুলে যাই, নিজেদের টিফিনটা ভাগ করে খাই। মাঝে মাঝে রাগ হলে ঠিক দিই আড়ি, এই ধরি গলাগলি এই মারামারি। একটু সময় পেলে বিকেল বেলায়, ফের মাঠে মেতে উঠি খেলায় খেলায়। সন্ধ্যায় ঘরে ফিরি যেই যার মতো, বন্ধুরা থাকে এই মনে অবিরত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে