logo
মঙ্গলবার ২৫ জুন, ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬

  আবু সাইদ   ০১ আগস্ট ২০১৮, ০০:০০  

বন্ধু আমার

একসাথে খেলি আর ইশকুলে যাই, নিজেদের টিফিনটা ভাগ করে খাই। মাঝে মাঝে রাগ হলে ঠিক দিই আড়ি, এই ধরি গলাগলি এই মারামারি। একটু সময় পেলে বিকেল বেলায়, ফের মাঠে মেতে উঠি খেলায় খেলায়। সন্ধ্যায় ঘরে ফিরি যেই যার মতো, বন্ধুরা থাকে এই মনে অবিরত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে