মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বষার্কাল

ইকবাল মাহমুদ
  ০১ আগস্ট ২০১৮, ০০:০০

বষার্কালে আকাশ ডাকে গুড়ুম গুড়ুম স্বরে অঝোর ধারায় মেঘমালা সব বৃষ্টি হয়ে ঝরে। পাতা নাচে নৃত্য ধাচে বৃষ্টি ঢোলের তালে, মাছরা করে খোদার শুকুর পুকুর এবং খালে। ঘরের কোণে ব্যাঙের ছাতায় ব্যাঙরা ঘ্যাঙর করে, পাতার ফঁাকে লুকায় পাখি তাসবীহ খোদার পড়ে। বাগান মাঝে জুঁইকামিনী নতুন রূপে সাজে টিনের চালে বৃষ্টি ঝরে ঝুমুরঝুমুর বাজে। বষার্ এলেই আকাশ ছেড়ে বৃষ্টিরা যে আসে, খালে বিলে দীঘির জলে পদ্মকলি ভাসে। শিক্ষাথীর্ জামিয়া গহরপুর, সিলেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে