বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রাবণের গান

শাহীন ভ‚ঁঞা
  ০১ আগস্ট ২০১৮, ০০:০০

মেঘে মেঘে বৃষ্টি পড়ে বাতাস বহে কনকন, টিনের চালে বৃষ্টি পড়ে করছে ধ্বনি ঝনঝন। কখনো বা ঝিরিঝিরি কখনো বা টুপটাপ, কখনো বা মাঠে ঘাটে ঝরছে যেন চুপচাপ। মেঘে মেঘে কত যে জল আরও কত ঝরবে, নদী নালা খালে বিলে কত জল আর ধরবে? সারাবেলা রিমঝিম বৃষ্টি মাটির বুকে ঝরলো, চাতকের মন যেন বুঝি সে খুশিতে ভরলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে