logo
রোববার ১৬ জুন, ২০১৯, ২ আষাঢ় ১৪২৬

  মিতুল সাইফ   ০১ আগস্ট ২০১৮, ০০:০০  

দুষ্টু দুটো

বাজার থেকে মিষ্টি এনে দিলাম দুটোর ভাগ করে, অমনি ছুুড়ে মারলো জোরে আমার মুখেই রাগ করে। ভাগটা তাদের পছন্দ যে হয়নি কারও তাই বলে, আমার মুখেই মারবে ছুুড়ে? আমায় কিছু নাই বলে? তবু আমার আদর করে সোনা’ বলে ডাকটাতে, কামড়ে দিল দৌড়ে এসে দুভাই আমার নাকটাতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে