শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আনন শিশুসাহিত্য আসর অনুষ্ঠিত

হাট্টি মা টিম টিম ডেস্ক
  ০১ আগস্ট ২০১৮, ০০:০০

২৭ জুলাই বিকাল ৫টায় আনন ফাউন্ডেশন আয়োজিত আনন শিশুসাহিত্য আসরের-২৪তম আসরটি আনন সেন্টার, ২৫১৬ পূবর্ ভাটারা, নতুন বাজার, গুলশান-২, ঢাকায় ফাউন্ডেশনের সভাপতি স. ম. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বণার্ঢ্য এই আসরে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও নিসগির্বদ বিপ্রদাশ বড়ুয়া এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক উত্তম ধর। সাহিত্য আসরের শুরুতে দেশাত্মবোধক গান পরিবেশন করে ফাউন্ডেশনের ছোট্টবন্ধু পূজা মÐল। স্বরচিত লেখা পাঠে অংশ নেন খন্দকার মাহমুদুল হাসান, মোহাম্মদ মারুফুল, দীপু মাহমুদ, আহমেদ জসিম, শাহানারা রশীদ ঝরনা, শ্যামসুন্দর কুÐু, মনিরুজ্জামান পলাশ, চন্দনকৃষ্ণ পাল, মোহাম্মদ রবিউল হোসেন, রুবেল হাবিব, মঈন খান, মালেক মাহমুদ, সব্যসাচী পাহাড়ী, গোলাম নবী পান্না, ইমরুল ইউসুফ, অরণ্য প্রভা, কামাল হোসাইন, আমিনুল ইসলাম মামুন, শান্ত ইসলাম, আহমাদ স্বাধীন, মাহমুদ মোস্তফা, শাহজাহান মোহাম্মদ, নূর মোহাম্মদ, গোলাপ আমিন, মো. সজীব মিয়া, মো. মনির হোসেন প্রমুখ। শিশুদের মধ্য থেকে লেখা পাঠে অংশ নেয় সুখি আক্তার সাথী, রাইসা আলম, বণর্ রানী দে, শ্রেয়া দিও ঋদ্ধি, সজীবুর রহমান সৌরভ, তপু সরকার, আবু রায়হান আসিক, শাহরিয়ার সাজ্জাদ শিশির। অনুষ্ঠানে বিপ্রদাশ বড়–য়া ও উত্তম ধরের লেখা থেকে পাঠ করে শোনায় আনন ফাউন্ডেশনের ছোট্ট বন্ধুরা। বিশেষ অতিথির ভাষণে উত্তম ধর বলেন, আমি এর আগেও আনন ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসেছি, আজ এলাম অতিথি হয়ে এই অনুভ‚তি সত্যিই অন্যরকম। আমি অভিভ‚ত দিন দিন আনন ফাউন্ডেশনের শিশুদের উত্তরণ দেখে। আমি মনে করি আনন ফাউন্ডেশন যদি এভাবে এগিয়ে যায়, তবে একদিন এই শিশুদের মধ্য থেকে বেরিয়ে আসবে অনেক প্রতিশ্রæতিশীল লেখক, শিল্পী। উত্তম ধর ভবানীপ্রসাদ মজুমদারের ছড়া আবৃত্তির মধ্যদিয়ে তার বক্তব্য শেষ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে