logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  মনিরুজ্জামান কবীর   ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

ধানের ক্ষতিকর পোকা দমনে পাচির্ং উৎসব

ধানের ক্ষতিকর পোকা দমনে পাচির্ং উৎসব
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত¡ বিভাগ গত বৃহস্পতিবার ধানের ক্ষেতে ক্ষতিকর বালাই দমনে পাচির্ং উৎসবের আয়োজন করে। ব্রির ৯টি আঞ্চলিক কাযার্লয় এবং সদর দপ্তরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে পাচির্ং উৎসবের উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন) ড. মো. আনছার আলী এবং পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য। অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির কীটতত্ত¡ বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ শামিউল হক। গাছের ডাল বা বঁাশের কঞ্চি ইত্যাদি খাড়াভাবে জমিতে পুঁতে পাখি বসার ব্যবস্থা করার মাধ্যমে ধানের জমির ক্ষতিকর পোকামাকড় দমনে পাচির্ং বেশ কাযর্কর। দিনের বেলায় ফিঙে, শ্যামা ও শালিক পাখি সাধারণত এসব ডালপালায় বসে ধান ক্ষেতের পোকামাকড় ধরে খায়। অন্যদিকে রাতের বেলায় ল²ী পেঁচা এই ডালে বসে ইঁদুর শিকার করে মাঠ ফসলে অবস্থানকারী ইঁদুরের সংখ্যা কমিয়ে দেয়। ১০০ বগির্মটার ধানের জমিতে একটি করে গাছের ডাল বা বঁাশের কঞ্চি পুঁতে দিতে হবে। আলোচনা অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন, পাচির্ং ধানের জমিতে রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমাতে সাহায্য করবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে