মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় ফল প্রদশর্নী

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
  ০১ জুলাই ২০১৮, ০০:০০

অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা এই প্রতিপাদ্য নিয়ে গত ২২ জুন ২০১৮ তারিখ থেকে রাজধানীর ফামের্গটের আ. কা. মু. গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়াম চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদশর্নী ২০১৮। ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদশর্নী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের অডিটরিয়ামে শুক্রবার সকালে এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী মেলা ও সেমিনার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। কৃষি তথ্য সাভিের্সর পক্ষে ফামর্ ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মেলা শেষ হবে আজ ২৪ জুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে