শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষি মন্ত্রণালয়ের বাষির্ক কমর্সম্পাদন চুক্তি স্বাক্ষর

এম আব্দুল মোমিন
  ০১ জুলাই ২০১৮, ০০:০০

কৃষি মন্ত্রণালয়ের অধীন ১৭টি দপ্তর ও সংস্থার মধ্যে ২০১৮-১৯ অথর্বছরের জন্য বাষির্ক কমর্সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর হয়েছে। গত ১২ জুন ২০১৮ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী ও সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর উপস্থিতিতে দপ্তর ও সংস্থার প্রধানরা চুক্তিতে স্বাক্ষর করেন। ইতিমধ্যে ২০১৮-১৯ অথর্বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ‘বাষির্ক কমর্সম্পাদন চুক্তি’ স্বাক্ষর করেন। এর ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগের নিদের্শনা মোতাবেক এ মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সরকারের ভিশন ও মিশন নিয়ে সবাইকে কাজ করতে হবে, যা সরকারের রূপকল্প বাস্তবায়নে কাযর্কর ভূমিকা পালন করবে। বাষির্ক কমর্সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের এপিএ বিশেষজ্ঞ পুলের সদস্যবৃন্দ ও সকল দপ্তর/সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে