বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাছের জন্য হাসপাতাল

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

গাছেরও প্রাণ আছে, শত বছর আগে এ কথা প্রমাণ করে গেছেন বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। অযতেœ মরে যাওয়া, পাতা শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন রকমের অসুখ হয় গাছেরও। এই অসুস্থ গাছের শুশ্রƒষা করবে ভ্রাম্যমাণ হাসপাতাল। গ্রিন সেভারস অ্যাসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই হাসপাতাল চালু করেছে।

গত শুক্রবার সকালে বনানী কবরস্থানে আনিসুল হকের কবরে শ্রদ্ধা নিবেদনের পর ‘ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল’ কাযর্ক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফা। ডিএনসিসির পৃষ্ঠপোষকতায় ও স্কয়ার ফামাির্সউটিক্যালসের সহায়তায় ভ্রাম্যমাণ গাছের হাসপাতালের এ কাযর্ক্রম শুরু হয়।

প্রয়াত মেয়র আনিসুল হকের অন্যতম উদ্যোগ ছিল সবুজ ঢাকা কাযর্ক্রম। তিনি আড়াই বছর মেয়রের দায়িত্ব পালন করেন। ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও মানবিক নগর হিসেবে গড়ে তোলার কাজ করেছেন। তার এই কাজ এগিয়ে নিতে ‘ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল’ কাযর্ক্রম শুরু করে সংগঠনটি। এই হাসপাতালের মাধ্যমে গাছের সেবা ও পরিচযার্র কাযর্ক্রম মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে পৌঁছে দেবে। ভ্রাম্যমাণ এই হাসপাতাল চালানোর জন্য গাড়িটি দিয়েছে ডিএনসিসি।

এই হাসপাতালে গাছের পরিচযার্র জন্য কিছু সরঞ্জাম আছে। গাছের আদ্রর্তা মাপার জন্য আছে পিএইচ মিটার, পানির মাত্রা মাপার জন্য হাইড্রোমিটার, সিম্পল মাইক্রোস্কোপ, নিড়ানি, স্প্রে, কঁাচি ইত্যাদি। ২০১০ সাল থেকে কাজ করছে গ্রিন সেভারস অ্যাসোসিয়েশন। এ পযর্ন্ত তারা ৩ হাজার ৯০০ ছাদে বাগান করার কাজে সহযোগিতা করেছে। সংগঠনটির উদ্যোক্তা আহসান রনি বলেন, ঢাকায় সাড়ে চার লাখ ছাদ আছে। এগুলোতে গাছ লাগালে শহর সবুজ হবে। প্রয়াত মেয়রের সবুজ ঢাকার কাজ এগিয়ে যাবে। ০১৯০৯১১০৬০৬, ০১৯০৯১১০৬০৭, ০১৯২০১১১৬৬৬ ফোন নম্বরে কল করে ভ্রাম্যমাণ এই হাসপাতালের অবস্থান জানা যাবে।

ভ্রাম্যমাণ গাছের হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নিবার্হী কমর্কতার্ মেসবাহুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক সুলতান আহমেদ, আনিসুল হক ট্রাস্টি, স্থপতি ও নগরবিদ ইকবাল হাবিব, ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত¡ বিভাগের সহযোগী অধ্যাপক মো. সোলায়মান, স্কয়ার ফামাির্সউটিক্যালস লিমিটেডের নিবার্হী পরিচালক (বিপণন) মোহাম্মাদুল হক, ডিএনসিসির ২৪ নম্বর ওয়াডর্ কাউন্সিলর মো. মফিজুর রহমান, বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাস আমিনসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26104 and publish = 1 order by id desc limit 3' at line 1