বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে খাদ্য, কৃষি ও গ্রামোন্নয়ন শীষর্ক সেমিনার

দীন মোহাম্মদ দীনু
  ০৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসাসর্ সিস্টেমের (বাউরেস) আয়োজনে গত ২৭ ডিসেম্বর ‘বাংলাদেশের খাদ্য, কৃষি ও গ্রামোন্নয়ন : অজর্ন ও চ্যালেঞ্জ’ শীষর্ক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসাসর্ সিস্টেমের (বাউরেস) পরিচালক প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমেরিটাস প্রফেসর ও সাবেক ভাইস-চ্যান্সেলর ড. এম এ সাত্তার মÐল। তিনি বলেন, সমগ্র বিশ্বে আজ বাংলাদেশের বিভিন্ন কৃষি পণ্য যেমন সবজি উৎপাদনে ৩য়, মাছ চাষে ৩য়, চাল উৎপাদনে ৪থর্, আম ৭ম এবং আলু উৎপাদনে ৮ম অবস্থানে। এশিয়া ও আফ্রিকা অঞ্চলের ২০টি (বিশ) দেশে বাংলাদেশের উদ্ভাবিত ধানের জাত চাষ হচ্ছে আজ এবং ইলিশ মাছের জিনোম সিকুয়েন্স ও পাটের জিনোম সিকুয়েন্স আমাদের সাফল্য। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ সরকার আজ অভাবনীয় সাফল্য অজর্ন করেছে এবং কৃষির এ অগ্রগতির ফলে ২০৪১ সালের আগে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। সেমিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. জহির উদ্দিন, উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগের প্রফেসর ড. মো. বাহাদুর মিঞা, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম ও কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. লুৎফুল হাসান বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<30685 and publish = 1 order by id desc limit 3' at line 1