বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেষজ উদ্ভিদ তুলসী

নতুনধারা
  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

তুলসী ভেষজ উদ্ভিদ। ছোট বড় সবারই চেনা। এর ভেষজ গুণাগুণ সম্পকের্ ধারণা রয়েছে অনেক মানুষের। তা ছাড়া বৈজ্ঞানিক গবেষণায় তুলসী এন্টিভাইরাস বলে প্রমাণিত। আমাদের দেশের প্রায় বাসাবাড়িতে এর দেখা মিলে এবং দেশের প্রায় সবর্ত্রই তুলসী জন্মে। তা ছাড়া বসতবাড়িতে রোপণের উপযোগী আদশর্ উদ্ভিদ তুলসী। হিন্দু ধমার্বলম্বী মানুষজনের বাড়ির জন্য অপরিহাযর্ উদ্ভিদ তুলসী। কেননা, তারা তাকে পবিত্রতার প্রতীক হিসেবে জানেন এবং পূজায় ব্যবহৃত হয়। ইংরেজি নামÑ ঐড়ষু ইধংরষ ড়ৎ ঝধপৎবফ ইধংরষ। পরিবার- খধসরধপবধব। উদ্ভিদতাত্মিক নাম- ঙপরসঁস ংধহপঃঁস খরহহ-এর আদিনিবাস ভারত, মালয়েশিয়া ও বাংলাদেশ। তুলসী সুগন্ধীযুক্ত চিরহরিৎ গুল্মজাতীয় উদ্ভিদ। গাছের উচ্চতা গড়ে ২ থেকে ৩ ফুট। এর কাÐ কাষ্ঠল ও সরল। শাখা-প্রশাখা অধিক, যা বিপরীত বিন্যস্ত ও খাড়া। পাতা সুগন্ধী, সরল, কিনারা খঁাজকাটা। পাতা ও বিটপ রেঁায়ায় ভতির্। এর ফুল আকারে ক্ষুদ্র, রং হালকা বেগুনি বা ফিঁকে লাল। ফুল ফোটার মৌসুম শরৎ ও হেমন্তকাল। ফল ও বীজ আকারে ক্ষুদ্র। ফলের ভেতর থাকে বীজ। বীজের গঠন চ্যাপ্টা, রং ফিকে হলুদ বা হালকা লাল। আমাদের দেশে চার প্রকারের তুলসী চোখে পড়ে। তা হলোÑ বাবুই তুলসী, শে^ত তুলসী, কৃষ্ণ তুলসী ও বন তুলসী। রৌদ্রউজ্জ্বল সুনিষ্কাশিত উঁচু থেকে মাঝারি উঁচু ভ‚মি ও দো-অঁাশ থেকে বেলে দো-অঁাশ মাটি তুলসী গাছ উৎপাদনের উপযোগী। তবে আংশিক ছায়াযুক্ত স্থানেও তুলসী গাছ জন্মে। সাধারণত বীজের মাধ্যমে এর বংশ বিস্তার করা হয়। চাষের জন্য পরিপক্ক ফল থেকে বীজ সংগ্রহ করে তা রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। জমিতে বীজ বপণের পূবের্ পানিতে ৬ ঘণ্টা ভিজিয়ে নিয়ে ছেকে বাতাসে শুকিয়ে বপন করতে হবে। গ্রীষ্মের শুরু অথার্ৎ বৈশাখ-জ্যৈষ্ঠ মাস তুলসীর বীজ বপনের উত্তম সময়। তুলসী গাছে প্রয়োজনে সেচ দিতে হয় এবং পানি নিষ্কাশের ব্যবস্থা রাখতে হবে। সরাসরি মাটি ও টবে রোপণ উপযোগী উদ্ভিদ। ভেষজ গুণাগুণে ভরপুর তুলসীর রয়েছে নানান রকম গুণের পাতা, বীজ ও শিকড় ভেষজ গুণাগুণ সম্পন্ন। তুলসী পাতা পানিতে ভিজিয়ে রাখলে পানি দূষণমুক্ত হয় ও পরিশুদ্ধ থাকে। জ¦র, সদির্, কাশি ও কৃমি দূর করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। তুলসীর বীজ ভিজিয়ে রেখে সে পানি প্রত্যহ সকালে খেলে প্রস্রাবের জ¦ালা কমায়। হামের দাগ ও বসন্তের দাগ তুলতে তুলসীর রস বেশ উপকারী। পোকামাকড়ের কামড়ে ক্ষতস্থান সারাতে ও ব্যথা সারাতে উপকারী। শরিরের ওজন কমাতে সাহায্য করে। ক্যান্সার নিরাময় করে। কিডনির পাথর দূর করে।

ছবি ও লেখা : মোহাম্মদ নূর আলম গন্ধী

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<34978 and publish = 1 order by id desc limit 3' at line 1