logo
রোববার ২৬ মে, ২০১৯, ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

  নাহিদ বিন রফিক   ১০ মার্চ ২০১৯, ০০:০০  

চালের উৎপাদন বাড়াতে হবে : কৃষি সচিব

চালের উৎপাদন বাড়াতে হবে : কৃষি সচিব
অতিরিক্ত ২০ লাখ মেট্রিক টন চালের উৎপাদন বাড়াতে হবে। আমাদের ১ লাখ হেক্টরেরও বেশি জমিতে স্থানীয় জাতের ধান চাষ হয়। এসব জমিতে উফশী জাতের ব্যবহার নিশ্চিত করতে পারলেই তা সম্ভব। কেননা, স্থানীয় জাতের উৎপাদন হেক্টরপ্রতি ১ দশমিক ৭ মেট্রিক টন, অথচ সমবৈশিষ্ট্যের ব্রি-ধান৭৬ এবং ব্রি-ধান৭৭ এর গড় ফলন ৩ দশমিক ২ মেট্রিক টন। সম্প্রতি পটুয়াখালীর খামারবাড়ির ডিএই সম্মেলনকক্ষে চলমান বোরো মৌসুম উপলক্ষে কৃষি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সচিব মো. নাসিরুজ্জামান এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে আমাদের দৈনিক গড়ে ৩শ' গ্রাম শাকসবজি খাওয়া দরকার। খাবারের পুষ্টি এবং গুণাগুণ বজায় রাখতে প্রয়োজন নিরাপদ সবজি উৎপাদন। সম্মিলিত চেষ্টায় কীটনাশকের ব্যবহার নিমূল না হলেও আমরা তা নিয়ন্ত্রণ করতে পারব। তিনি ভুট্টার উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে