বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় আন্তর্জাতিক কৃষি প্রযুক্তিমেলা

কৃষি সম্ভাবনা ডেস্ক
  ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

দেশের সংকটকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি উন্নয়নে যে রূপরেখা প্রদান করেছিলেন পরে তা দেশের খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছিল। কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও ভাগ্যাহত কৃষককূলের উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। গত বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত তিন দিনব্যাপী (০৪-০৬ এপ্রিল) ৯ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এসব কথা বলেন। পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পলস্নী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ারস্‌ অ্যান্ড এক্সিবিশনস্‌ প্রাঃ লিঃ, ঢাকা যৌথ উদ্যোগে আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরা, কুড়িল, ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় ভারত, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন এবং সুইজারল্যান্ডসহ কৃষি সংশ্লিষ্ট দেশীয় নামি-দামি কোম্পানি ও উদ্যোক্তা, গবেষক, প্রস্তুতকারক, আমদানিকারকরা অংশগ্রহণ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<44332 and publish = 1 order by id desc limit 3' at line 1