logo
মঙ্গলবার ২০ আগস্ট, ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

  মহিউদ্দিন লিটন   ১২ মে ২০১৯, ০০:০০  

নিরাপদ উৎপাদন বিষয়ে সংবাদ সম্মেলন

বাজিতপুর উপজেলার পিরিজপুর মডেল কৃষক সমবায় সমিতি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গত শুক্রবার এক সংবাদ সম্মেলন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ছারওয়ার মুর্শেদ চৌধুরী। আলোচনা সভার সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. যুবায়ের। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ছারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারে পিরিজপুর মডেল কৃষক সংগঠন ৪৫ জন সদস্য নিয়ে এই সংগঠনটি ঘটিত হয় ২০১৮ সালে। রবি, খরিপ-১ ও খরিপ-২ মৌসুমে বছরের প্রায় ২ হাজার ৪শ হেক্টর জমিতে কম্পোস্ট, জৈব সার ও কেচু সার দিয়ে সবজি জমি চাষ করা হয়। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে ভার্মি কম্পোস্ট ও খামার জাতীয় সার উৎপাদন করা হয়। এই গ্রামের কৃষক সংগঠক মো. হিরু মিয়া রাসায়নিক সার ও কিটনাশকের পরিবর্তে জৈব সার ও বালাই নাসক ব্যবহার করে কম খরচে যেমন লাভবান হচ্ছেন, তেমনিভাবে তিনি ও তার পরিবার আজ সাবলম্বি হয়ে উঠেছেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাক্তার বাহার উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী মাজেদুল হক সজিব, সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুখ আহম্মেদ, জাহানারা হাফিজ বিউটি প্রমুখ।  
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে