শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পড়ে থাকা প্রণোদনার টাকায় কৃষি যান্ত্রিকীকরণ

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
  ১৬ জুন ২০১৯, ০০:০০

কৃষি উৎপাদন ও বাজারজাত করা নিয়ে কৃষক নানান সমস্যায় জর্জরিত থাকলেও কৃষি খাতে দেয়া ভর্তুকি বা প্রণোদনার টাকার একটি বড় অংশ পড়েই থাকছে। সেই টাকার পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। বড় এই অংকের অর্থ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কাজে ব্যয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ধান কাটার শ্রমিক না পাওয়া ছাড়াও উচ্চ মজুরি ও উৎপাদন খরচের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়ায় এবারও বিপাকে পড়েছেন কৃষক। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেনি, এ অবস্থায় ধানের ভালো উৎপাদনই যেন দোষ হয়েছে কৃষকের। কৃষি খাতে মোট বরাদ্দের মধ্যে কৃষককে সহায়তার জন্য ভর্তুকি বা প্রণোদনায় গত অর্থবছরের বাজেটেও ৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এর মধ্যে সার, সেচসহ বিভিন্ন কাজে খরচ হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা। বর্তমানে কৃষি যন্ত্রপাতির ক্রয়মূল্যে কৃষককে অর্ধেক প্রণোদনা দেয় সরকার। উপকূল, হাওর বা চর এলাকায় এ ক্ষেত্রে প্রণোদনা দেয়া হয় ৭০ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53733 and publish = 1 order by id desc limit 3' at line 1