বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
উচ্চ শিক্ষা

সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম

রায়হান শরীফ
  ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মফিজুল ইসলাম পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর। বতর্মানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৭ হাজার। শিক্ষকের সংখ্যা প্রায় ১৫০ জন। এ ছাড়াও ঢাকা বিশ^বিদ্যালয়, জগন্নাথ বিশ^বিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপকরা খÐকালীন পাঠদান করে থাকেন। বিজ্ঞান প্রযুক্তির যুগে এর গুরুত্ব অনুধাবন করেই ইউনিভাসিির্টতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোসর্ চালু করা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল একটি পেশাদার শিল্প, যার ™^ারা শিক্ষাথীর্রা নকশা প্রণয়ন, নিমার্ণ এবং রক্ষণাবেক্ষণ কাজে একজন শিক্ষাথীর্ শিক্ষিত হয়ে উঠবেন। তাই বতর্মান বিশে^ শিক্ষা-দীক্ষার বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল বিদ্যা গুরুত্ব বহন করছে এবং এর চাহিদাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদার কথা মাথায় রেখে এ কোসর্ চালু করেছে ইউনিভাসিির্ট। আর এ কোসির্টর তত্ত¡াবধানে রয়েছেন প্রখ্যাত অধ্যাপক গণেশ চন্দ্র রায়। তিনি জানান, এ কোসের্র জন্য উন্নত গ্রন্থাগার ম্যাটেরিয়ালস ল্যাব, সাভের্ইং ল্যাব, কম্পিউটার ল্যাব, এনভায়রনমেন্ট ল্যাব চালু করা হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে একজন পেশাদার প্রকৌশলী হিসেবে গড়ে উঠতে পারে তার জন্য এখানে সব ধরনের শিক্ষা দেওয়া হবে। যাতে তারা বতর্মান কমের্ক্ষত্রের প্রতিযোগিতার বাজারে টিকিয়ে থাকতে পারে। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কেএম মহসীন বলেন, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক ড. মফিজুল ইসলাম পাটোয়ারী নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার কথা চিন্তা করেই এটি প্রতিষ্ঠা করেছেন। তাই অন্যান্য ইউনিভাসিির্টর কোসর্ ফির চেয়ে তুলনামূলক এখানে কম।’ বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোসর্ ফি ধরা হয়েছে মাত্র ২ লাখ ৫০ হাজার টাকা। সান্ধ্যকালীন কোসের্র জন্য ২ লাখ ২০ হাজার টাকা। যোগাযোগ- ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্ট, স্থায়ী ক্যাম্পাস সাতারকুল, বাড্ডা, ঢাকা। ৬৬, গ্রিন রোড, ঢাকা। বাড়ি-০৪, সড়ক-০১, বøক-এফ, বনানী, ঢাকা। ফোন : ৫৫০৪০৮৯৬, ০১৬১১ ৩৪৮৩৪৫-৮, ০১৯৩৯ ৮৫১০৬০-৪। িি.িফরঁ.ধপ এ ইউনিভাসিির্টর নিকুঞ্জ ও গ্রিন রোডে আরও দুটি ছাত্রাবাস রয়েছে। শিক্ষাথীের্দর ইংরেজি ভাষার ওপর দক্ষতা অজের্নর লক্ষ্যে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের নামে ইউনিভাসিির্টর ফাউন্ডেশন চালু রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং কোসের্ ভতির্কৃত ছাত্র আমিনুল ইসলাম বলেন, এখানে ভতির্ হয়ে সব দিক থেকে খুবই ভালো লাগছে। আরও ভালো লাগছে এখানকার নতুন ক্যাম্পাস ও মনোরম পরিবেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<17857 and publish = 1 order by id desc limit 3' at line 1