বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণা

টেক্সটাইল শিল্পের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন

আসিফ হাসান রাজু
  ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম স¤প্রতি বাংলাদেশের টেক্সটাইল শিল্পের জন্য কম খরচে পরিবেশ-বান্ধব প্রযুক্তি উদ্ভাবন করেছেন। যা প্রচলিত পদ্ধতির চেয়ে পানি ও জ্বালানি সাশ্রয়ী এবং টেক্সটাইল প্রি-ট্রিটমেন্টের ক্ষেত্রে ইতিবাচক ভ‚মিকা রাখবে।

উদ্ভাবিত নতুন এই প্রযুক্তি স¤প্রতি বঙ্গবন্ধু আন্তজাির্তক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘আন্তজাির্তক টেক্সটাইল ও মেশিনারিজ প্রদশর্নীতে (ডিটিজি-২০১৮) প্রদশির্ত হয়। এ ছাড়া দেশের বেশ কয়েকটি টেক্সটাইল শিল্প কারখানায় উদ্ভাবিত প্রযুক্তি প্রদশর্ন ও উপস্থাপন করা হয়েছে।

ড. আলম জানান, গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরে বসবাসরত মানুষ যত পানি ব্যবহার করে, তার দ্বিগুণ পানি ব্যবহৃত হয় টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে। যা মূলত টেক্সটাইল প্রি-ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

তিনি জানান, গ্রেইজ ফেব্রিকগুলো প্রথমেই ডাইংয়ের উপযোগী থাকে না। এসব কাপড়ে তেল, চবির্, মোম, গ্রিজ, প্রোটিন, প্রাকৃতিক রং, হেয়ারি ফাইবার ও অন্যান্য অপদ্রব্য লেগে থাকে। ডাইং করার আগে এসব অপদ্রব্য দূর করে নেয়া হলো প্রি-ট্রিটমেন্টের প্রধান কাজ। গবেষক দল আরো দাবি করেন, উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে প্রি-ট্রিটমেন্টের ক্ষেত্রে শতকরা ৪৫ ভাগ পানি সাশ্রয় করা সম্ভব পাশাপাশি পরিবেশ দূষণের মাত্রাটা সবির্ন¤œ পযাের্য় নিয়ে আশা যাবে বলে জানান তিনি।

জানা যায়, উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অথার্য়নে পঁাচ বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণার কাজ করে আসছে বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামীম আহসান, দুইজন পিএইচডি গবেষক, পঁাচজন এমএসসি গবেষকসহ ৮ জন গবেষকের মাধ্যমে পরিবেশবান্ধব এই টেক্সটাইল প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন অধ্যাপক ড. আলম। যা দেশের পোশাক শিল্পের উন্নয়নে গুরুত্ব¡পূণর্ ভ‚মিকা রাখবে এবং কারখানার বজর্্য, রংয়ের বিষাক্ত প্রতিক্রিয়া কমিয়ে পরিবেশ ঠিক রাখার উপযোগী হবে বলে আশাবাদী এই গবেষক দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<25484 and publish = 1 order by id desc limit 3' at line 1