শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ইসলামী বিশ্ববিদ্যালয়

পড়তে পারেন লোক-প্রশাসন

ইরফান রানা
  ০২ জানুয়ারি ২০১৯, ০০:০০

আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের সফলতা প্রশাসনিক দক্ষতা ও জ্ঞানের ওপর নিভর্রশীল। জ্ঞান-বিজ্ঞানের উন্নতি, শিল্প-কারখানার প্রসার, আন্তজাির্তক পযাের্য় বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ বৃদ্ধি, রাষ্ট্রের কাজের ক্রমবধর্মান ব্যাপকতাসহ বিভিন্ন কারণে মানুষের ব্যক্তিগত, রাষ্ট্রীয় এবং আন্তজাির্তক জীবনে লোক-প্রশাসন প্রভাব আরোপ করে। রাষ্ট্রের সফলতা গতিশীল রাখতে দক্ষ, মেধাবী এবং কমর্ঠ জনশক্তি প্রয়োজন। দক্ষ প্রশাসক, সংগঠক এবং সময় উপযোগী জনসম্পদ তৈরিতে অনবদ্য অবদান রাখছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগ ১৯৯০-৯১ শিক্ষাবষর্ থেকে রাষ্ট্রনীতি ও লোক-প্রশাসন নামে যাত্রা শুরু করে। ১৯৯৫-৯৬ শিক্ষাবষর্ থেকে ইংরেজি মাধ্যেমে এ বিভাগের শিক্ষা কাযর্ক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠাতা সভাপতি এম এ লতিফের নামে বিভাগে সমৃদ্ধ একটি সেমিনার লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে ২ হাজার ৩৯৫টি বই এবং অসংখ্য জানার্ল রয়েছে। প্রতিদিন এ লাইব্রেরি থেকে শিক্ষাথীর্রা জ্ঞান আহরণের সুযোগ পাচ্ছে। বিভাগের অধীনে ‘পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ নামে একটি জানার্ল প্রকাশিত হয়ে থাকে। এ ছাড়াও এমফিল ও পিএইচডিসহ লোক-প্রশাসন বিভাগে রয়েছে উচ্চতর গবেষণার বিস্তর সুযোগ। ২০১৫-১৬ শিক্ষবষর্ থেকে রাষ্ট্রনীতি ও লোক-প্রশাসন থেকে রাষ্ট্রনীতি আলাদা করে বিভাগটির নাম লোক-প্রশাসন করা হয়েছে। একই বছর রাষ্ট্রনীতি থেকে রাষ্ট্রবিজ্ঞান নামে নতুন বিভাগ চালু হয়েছে। শুধু পড়াশোনাই নয় খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রাখছে লোক-প্রশাসন বিভাগ।

এই বিভাগের অধীনে ইতোমধ্যে ১৮টি ব্যাচের ১ হাজার ১৮৩ জন শিক্ষাথীর্ ¯œাতকোত্তর সম্পন্ন করেছেন। বিভাগের পুরাতন শিক্ষাথীর্রা দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়েসহ নিজ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত আছেন। বিসিএসসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এ বিভাগের শিক্ষাথীর্রা। অনেক শিক্ষাথীর্ দেশের বাইরে গড়েছেন উন্নত ক্যারিয়ার। একুশ শতকের উন্নত বাংলাদেশ গড়তে লোক-প্রশাসন পাঠ হতে পারে শিক্ষাথীের্দর স্বপ্ন পূরণের সূতিকাগার।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘লোক-প্রশাসন একটি যুগোপযোগী বিভাগ। একঝঁাক মেধাবী শিক্ষকদের দ্বারা ইংরেজি মাধ্যেমে পরিচালিত হয়ে আসছে এ বিভাগের শিক্ষা কাযর্ক্রম। বতর্মান চাকরির বাজারে েেলাক-প্রশাসন বিভাগের শিক্ষাথীের্দর বেশ চাহিদা রয়েছে। প্রতি বছর বিভাগের শিক্ষাথীর্রা পড়াশোনা শেষ করে দেশ গড়ার কাজে অবদান রাখছে।’

বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘লোক-প্রশাসন বিভাগ হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি ডিসিপ্লিন। কেউ যদি ভালো কিছু করতে চায় তবে সে যেন লোক-প্রশাসন পড়ে। এ বিভাগে পড়ে সামাজিক বিজ্ঞানের ফিল্ডে দেশে ও বিদেশে গবষেণা করার অনেক সুযোগ রয়েছে। আমাদের শিক্ষাথীর্রা বিসিএস, ওয়াল্ড ব্যাংক, ইউনিসেফ, ইউএনআইডি, ন্যাশনাল এইড এবং দেশের বিভিন্ন ন্যশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পযাের্য় ক্যারিয়ার গড়ছে।’

লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘লোক-প্রশাসন অধ্যায়ন করলে একজন শিক্ষাথীর্ দেশের এবং বিদেশের প্রশাসনব্যবস্থা, সমাজব্যবস্থা, সরকারব্যবস্থা সম্পকের্ জানতে পারবে। সকল কিছুর সাথে ভারসাম্যমূল্যক সম্পকর্ রক্ষা করতে হলে লোক প্রশাসন পাঠ জরুরি। মানুষের সু-সম্পকের্র জন্য যে জ্ঞান প্রয়োজন তা লোক-প্রশাসন বিষয়ে অন্তভুর্ক্ত আছে। সুসংহত উন্নয়নের জন্য এটি গুরুত্বপূণর্ বিষয়।’ বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বাংলাদেশ ও জাতিসংঘভুক্ত দেশসমূহে এসডিজি অজের্নর পাশাপাশি সুশাসন নিশ্চত করার বিকল্প নেই। বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনকে দক্ষ ও কাযর্কর করার জন্য লোক-প্রশাসন বিষয়ে পাঠ অত্যন্ত জরুরি।’

শিশুর জন্মলাভ করার পর জন্ম নিবন্ধন, জীবন রক্ষা, শিক্ষাজীবন এবং শৈশব, কৈশর ও যৌবন অতিক্রম করে সবোর্চ্চ ডিগ্রি লাভ, কমর্জীবন শুরু করা, পারিবারিক জীবনে প্রবেশ, কমর্জীবন থেকে অবসর গ্রহণ করা ও অবসরকালীন সুযোগ সুবিধা, ভোগ এবং অবশেষে মৃত্যুবরণ, পরে মৃত্যুজনিত সনদ প্রদান, মানুষের ব্যক্তিজীবনের সামগ্রিক বিষয়ই লোক-প্রশাসন দ্বারা প্রভাবিত। লোক-প্রশাসন অধ্যয়নের বিষয় বা স্বতন্ত্র একটি বিভাগ হিসেবে পরিচিত হয়ে আসছে উনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে। বিষয়টি এখনো সমাজবিজ্ঞান অথবা গণমুখী বিষয় রূপে বিকাশমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<30078 and publish = 1 order by id desc limit 3' at line 1