শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্ট

ফামেির্স নিয়ে পড়াশোনা

তানভীর রায়হান
  ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০
ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ফামেির্স বিভাগের শিক্ষাথীর্রা

ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মফিজুল ইসলাম পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর। বতর্মানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৭ হাজার। বিশ^বিদ্যালয়ের ফামেির্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফরিদা বেগম বিভাগের চেয়ারম্যান, যার দিকনিদের্শনায় ফামেির্স বিভাগ আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টতে সবচেয়ে বড় ও আদশর্ বিভাগ হিসেবে পরিচিত। বতর্মানে বাংলাদেশে প্রায় ৩৫০টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে, যা থেকে উৎপাদিত ওষুধগুলো দেশের সম্পূণর্ চাহিদা মিটিয়ে প্রায় ৭০টি দেশে রপ্তানি করছে। ওষুধ উৎপাদন, মাননিয়ন্ত্র ও বিপণনে ফামাির্সস্টদের ভ‚মিকা অপরিসীম। দেশের মেধাবী ও পরিশ্রমী ছাত্ররা সময়োপযোগী শিক্ষার মাধ্যমে ফামাির্সস্ট হিসেবে তৈরি হয়ে এই পেশা ও শিল্কপ্পকে দেশে ও দেশের বাইরে সুনাম অজর্ন করতে সহায়তা করছেন। ঢাকা ইন্টারন্যশনাল ইউনিভাসিির্ট (ডিআইইউ) ফামেির্স বিভাগ তেমনি দক্ষ ও উপযুক্ত ফামাির্সস্ট তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বিভাগ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ ফামেির্স কাউন্সিল কতৃর্ক স্বীকৃত। এই বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল স্বল্প খরচে মেধাবী ছাত্রদের মানসম্পন্ন শিক্ষাদান। ফামেির্স বিষয়ে অধ্যয়নের জন্য যেখানে বিভিন্ন বেসরকারি বিশ^বিদ্যালয়ে ৫ থেকে ৯ লাখ টাকার প্রয়োজন, সেখানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ফামেির্স বিভাগে সবর্সাকুল্যে প্রয়োজন ৪ লাখ ৫০ হাজার টাকা মাত্র। এখানে রয়েছে দেশি-বিদেশি পযার্প্ত বই ও জানার্ল। লাইব্রেরিতে শিক্ষাথর্র্ীরা নিরিবিলি পরিবেশে সকাল ৮টা থেকে রাত ৮টা পযর্ন্ত পড়াশোনা করতে পারেন। প্রয়োজনে লাইব্রেরি থেকে বই বাসায় নিয়ে পড়াশোনা করতে পারেন। পুরো ক্যাম্পাস ওয়াই-ফাই হওয়ায় এবং ইন্টারনেট সুবিধা থাকায় শিক্ষাথীর্রা গবেষণা কাজে বিশেষ সুবিধা ভোগ করে থাকেন। ইউনিভাসিির্টতে রয়েছে অত্যাধুনিক মানসম্পন্ন প্রায় ৩১টি ল্যাবরেটরি, যা বুয়েট-ডুয়েট এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপকের সাবির্ক তত্ত¡াবধানে পরিচালনা করা হয়। যোগাযোগ : স্থায়ী ক্যাম্পাস, সঁাতারকুল, বাড্ডা, ঢাকা। ৬৬, গ্রিন রোড, ঢাকা। বাড়ি-৪, সড়ক-১, ক-এফ, বনানী, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬১-৪, ০১৯৩৯৮৫১০৬০। িি.িফরঁ.ধপ ইউনিভাসিির্টর সব শিক্ষাথীর্র জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোসের্ক বাধ্যতামূলক করা হয়েছে। বেসিক ইংলিশ, ফাংশনাল ইংলিশ, প্রিলিমিনারি ইংলিশ ও অ্যাডভান্সড ইংলিশ কোসর্ও বাধ্যতামূলক করা হয়েছে। ছাত্রছাত্রীদের আবাসিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে ইউনিভাসিির্টর স্থায়ী ক্যাম্পাসের সন্নিকটে রয়েছে ৭টি হোস্টেল, তার মধ্যে ছেলেদের জন্য রয়েছে ৫টি এবং মেয়েদের জন্য রয়েছে ২টি হোস্টেল। এ ছাড়াও নিকুঞ্জ জোয়ার সাহারায় ছেলেদের জন্য ১টি এবং গ্রিন রোডে মেয়েদের জন্য ১টি হোস্টেল রয়েছে। বেসরকারি বিশ^বিদ্যালয় ২০১০-এর আইন অনুযায়ী দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর স্থায়ী ক্যাম্পাস বাড্ডার সঁাতারকুলে স্থাপন করা হয়েছে। ৬২ হাজার বগর্ফুট বিশিষ্ট ৩টি ভবন রয়েছে। স্থায়ী ক্যাম্পাসে ওয়াই-ফাই, ক্যান্টিন, ব্যায়ামাগার ও আধুনিক অডিটোরিয়াম রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32285 and publish = 1 order by id desc limit 3' at line 1