শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
রা জ শা হী বি শ্ব বি দ্যা ল য়

জনসংখ্যা দেশের বোঝা নয় সম্পদ

নাহিদ হাসান
  ২৫ জুলাই ২০১৮, ০০:০০
রাবিতে জনসংখ্যা বিষয়ে শিক্ষাথীের্দর আলোচনা

সভ্যতার ঊষালগ্ন থেকে এ কথা সত্য প্রমাণিত হয়ে আসছে যে, পৃথিবীর সব সম্পদের সেরা সম্পদ হচ্ছে জনসম্পদ। মানুষ তার নিজস্ব শক্তি ও মেধার বলে বিশ্বসভ্যতার অবিশ্বাস্য উন্নয়ন সাধন করেছে, বদলে দিয়েছে পৃথিবীর চেহারা।

হঠাৎ তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে শোনা যাচ্ছিল ভেতরের চিৎকার চেঁচামেচি, হাসি হৈ-হুল্লোড় ভেতরে গিয়ে দেখা যায় কিছু শিক্ষাথীর্ মনের মাধুরী মিশিয়ে হ্যান্ডবিলে লিখতেছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, কুড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয়, ছোট পরিবার সুখি পরিবার, পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন জাতির উন্নয়ন, পরিকল্পিত পরিবার গড়ি মাতৃমৃত্যু রোধ করি, আঠারোর আগে বিয়ে নয়, বিশের আগে সন্তান নয়, সুস্থ সন্তানই আগামীতে সুস্থ জাতি গড়বে, আমরা দু’জন আমাদের দু’জন।

১৯৯৬ সালে অধ্যাপক কোরবান আলীর হাত ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে অন্তভুর্ক্ত পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোসর্ ডেভেলপমেন্ট বিভাগের পথ চলা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভাগটি প্রতি বছর ১১ জুলাই জনসংখ্যা বৃদ্ধি ও তৎসম্পকির্ত বিষয়গুলোর সচেতনতা গড়তে নানান কমর্সূচির মধ্যদিয়ে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ পালন করেন। এ বছর দিবসটি উদযাপনে গত দুই সপ্তাহ থেকেই বিভাগের শিক্ষক, শিক্ষাথীর্ মধ্যে চলছে প্রস্তুতির উচ্ছ¡াস। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ওয়েব সাইটে দেওয়া এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসের থিম ফ্যামিলি প্লানিং ইজ এ হিউম্যান রাইটস অথার্ৎ ‘পারিবার পরিকল্পনা একটি মানব অধিকার’। এই থিমকে মাথায় রেখে শিক্ষাথীর্রা ব্যানার, ফেস্টুন, ক্যাপ, প্ল্যাকাডর্ ও হ্যান্ডবিল প্রভৃতি প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের বাগানে শিক্ষাথীের্দর দলবেঁধে পরামশর্ করতে দেখা যায়। বিভাগটির শিক্ষককেও শিক্ষাথীের্দর কাউন্সেলিং করতে দেখা গেছে।

বহুবিধ সমস্যার ভারে বাংলাদেশ এখন পীড়ত আর এ সমস্যাগুলোর মধ্যে এক নম্বর সমস্যা জনসংখ্যা সমস্যা। প্রায় ৬৮০ কোটি জনসংখ্যার পৃথিবীতে জনসংখ্যায় শীষর্ চীন যেখানে বাংলাদেশের অবস্থান অষ্টম। এক লাখ সাতচল্লিশ হাজার পঁাচশত সত্তর বগর্ কিলোমিটার আয়তনের এই দেশে অথৈর্নতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী বতর্মান জনসংখ্যা ১৬ কোটি ৮ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ যেখানে জনসংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতের গড় প্রজনন হার ২ দশমিক ১ শতাংশ। ১৯৯০ সালের পর থেকে পৃথিবীর মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৬ বছর বৃদ্ধি পেয়েছে আর সবচাইতে বেশিদিন বঁাচে জাপানের মানুষ। জাপানের মানুষের গড় আয়ু ৮৩ দশমিক ৮৪ বছর যেখানে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল ৭০ দশমিক ৯ বছর। জ্যামিতিক হারে জনসংখ্যা বাড়লেও বিপুলসংখ্যক মানুষ বঞ্চিত হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কমর্সংস্থান ও বাসস্থানের সুবিধা।

যাই হোক অনুষ্ঠানের মূল পবের্ বিভাগটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মÐলের সভাপতিত্বে সকাল ৯টায় তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে ওই বিভাগের শিক্ষক, শিক্ষাথীর্, কমর্কতার্-কমর্চারী ও অতিথিদের নিয়ে এক বণার্ঢ্য শোভাযাত্রা বের হবে। র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে এসে তা সমাবেশে পরিণত হবে।

এই আলোচনা সভায় দেশের জনসংখ্যা সমস্যা নিয়ে যেসব বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে তার মধ্যে সঠিক ও নিরাপদ পরিবার পরিকল্পনার পদ্ধতি মেনে গভর্ধারণ, মা ও শিশুর স্বাস্থ্য, নাবালিকা বিবাহ, কিশোর গভার্বস্থা, স্বাস্থ্যকর জীবনযাপন ও ছোট পরিবার, লিঙ্গ-সমতা, নিরক্ষরতা, দারিদ্র্য, মেয়ে-শিশু-শিক্ষা, যৌন সংক্রামণ।

বিভাগটির সভাপতি বলেন, অন্ন বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা অজর্ন ব্যতীত জনসংখ্যা কখনো জনসম্পদে পরিণত হবে না। জনবিস্ফোরণের সমস্যা ও তা অতিক্রম করার জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। গভির্নরোধ ও পরিবার পরিকল্পনা ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের স্বাস্থ্য সম্পকির্ত আধুনিক পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। দেশে শিশু ও মাতৃমৃত্যু হার ব্যাপক হারে হ্রাস পেয়েছে কারণ দেশে আমাদের স্বাস্থ্য সেবার মান আগের তুলনায় ভালো হয়েছে। বতর্মানে সাক্ষরতার হার একাত্তর শতাংশ। শিক্ষা ব্যবস্থার উন্নতি হলেও ঘোচেনি শিক্ষিত বেকারের হার আইএলও তথ্যমতে, দেশে বেকারের সংখ্যা প্রায় তিন কোটি আর বিশ্বব্যাংকের যুব বেকারত্ববিষয়ক প্রতিবেদনে, দেশের যুবসমাজের ৯ দশমিক ১ শতাংশ বেকার। কাজের বাজারের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থা সংগতিপূণর্ না হওয়ায় দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। কমর্সংস্থানের নিশ্চয়তায় তত্ত¡ীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, প্র্যাকটিক্যাল, লজিক্যাল, টেকনিক্যাল ও সাইন্টিফিক, ও কৃষিনিভর্র শিক্ষার মান বাড়াতে হবে। শিক্ষাগবেষণা খাতকে বাজেটে প্রাধান্য দেয়া, পরিকল্পিত শিল্পকারখানা গড়া, কমের্ক্ষত্রে রাজনৈতিক দলীয়করণের মনোবৃত্তি পরিহার, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কমের্ নিয়োগ, নিজেদের আত্মকমর্সংস্থান সৃষ্টির মনোভাব, ইন্টারনেটে আউটসোসির্ং, আধুনিক প্রযুুক্তি ও যন্ত্রপাতি ব্যবহারে মাধ্যমে দক্ষ শ্রমশক্তি গড়া তবেই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা সম্ভব হবে।

বিভাগটির চতুথর্ বষের্র শিক্ষাথীর্ জিমরান শাকিব বলেন, আজকের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে মানবসভ্যতা অতীতের তুলনায় বেশি সমৃদ্ধ হয়ে উঠবে। অধিক ও অপরিকল্পিত জনসংখ্যা যে কোনো দেশ বা গোটা পৃথিবীর জন্য সমস্যা। এই জনসংখ্যাকে সঠিকভাবে কাজে লাগিয়ে লাঘব করা সম্ভব পৃথিবীর সব দুঃখ-কষ্ট, দারিদ্র্য ও দুবির্পাক। কুসংস্কারাবদ্ধ আমাদের দেশে জন্মশাসন পদ্ধতি গ্রহণ করার ক্ষেত্রে এক ধরনের পিছুটান এখনও আছে। এ ক্ষেত্রে প্রচারণার যেটুকু অগ্রগতি সাধিত হয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। আবার নারীসমাজকে শিক্ষিত করে কমর্জীবনে যুক্ত করার হার বৃদ্ধি করার মাধ্যমেও সমস্যার কিছুটা সমাধান করা সম্ভব। নারীসমাজ স্বাবলম্বী হলে সন্তান জন্মদানের ব্যাপারে সে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে পারবে।

ওই বিভাগের থিসিসের শিক্ষাথীর্ আরিফ প্রিয় সরকারের ঊধ্বর্তন কমর্কতাের্দর দৃষ্টি আকষর্ণ করে বলেন, আমাদের বিভাগে জনসংখ্যা বৃদ্ধি, হ্রাস, মা ও শিশু স্বাস্থ্য সেবা ও মানবসম্পদ নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করা হয়। এসব গবেষণার পেপার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনুসরণ করলে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ঐ বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান, আশরাফুল ইসলাম খান, সাকিলুর রহমান, মাহফুজুর লেমন, মশফিকুর রহিম, আহমেদ জহিরুল ইসলাম, আবদুল গণি, দিলিপ কুমার মÐলসহ অনেকে।

বেলা ১২টায় বাংলাদেশের জনসংখ্যা ও মাতৃ স্বাস্থ্য তথ্য পদ্ধতির অবস্থা সম্পকের্ গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পবর্ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতি ও নাট্য সংগ্রহশালার উপদেষ্টা সুজন নাজির জানান, বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ে দেশের জনসংখ্যা নিয়ে নানা-নাতির বানানো সব চুটকি ও গান নিয়ে রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করবেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম গভনির্ং কাউন্সিল ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনের প্রস্তাব রাখে। ৫ লাখ কোটি বিশ্ব জনসংখ্যার এই বাষির্ক অনুষ্ঠানে ১৯৮৭ সালের ১১ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রত্যেক বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো স্বল্প পরিসরে দিবসটি পালন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4955 and publish = 1 order by id desc limit 3' at line 1