বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৩ জুলাই ২০১৯, ০০:০০

ঢাবিতে মার্কেটিং ডে উদযাপন

ক্যাম্পাস ডেস্ক

দেশের বাণিজ্য বিপণন খাতের পেশাজীবী, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্ব্যক্তিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নতুন সুযোগ তৈরির লক্ষ্যে উদযাপিত হচ্ছে বাংলাদেশ মার্কেটিং ডে। গত শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ওর্ যালির মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন মার্কেটিং ডে উদযাপন পরিষদের প্রধান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান, মার্কেটিং ডে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. শরিফুল ইসলাম দুলু প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে পেশাগত অভিজ্ঞতা বিনিময় করছেন বিপণন খাতের শিক্ষক শিক্ষার্থী এবং পেশাজীবীরা। পাশাপাশি আয়োজন করা হয় বিষয়ভিত্তিক অধিবেশন।

আয়োজকরা জানিয়েছেন, বাণিজ্যে বিপণনের পেশাজীবী এবং শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে মেলবন্ধন তৈরি করতেই দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে বাংলাদেশ মার্কেটিং ডে। বিপণন খাতের বৈশ্বিক পরিবর্তন, প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী বিপণনসহ গ্রাহকবান্ধব টেকসই বিপণনের মতো বিষয়গুলো স্থান পাবে আজকের আলোচনায়।

উদ্বোধনী বক্তব্যে মার্কেটিং ডে উদযাপন পরিষদের প্রধান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান বলেন, দেশের বিপণন খাতে সংশ্লিষ্ট সবার জন্য 'মার্কেটিং ডে' বড় উদযাপন হিসেবে পরিচিত পেয়েছে। ব্যবসা শিক্ষার অন্যতম শাখা বিপণন। সময়ের সঙ্গে পরিবর্তন ঘটছে বিপণন কৌশলের। তাই সংশ্লিষ্টদের বাজারের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্রশিক্ষিত করে গড়ে তোলা জরুরি। আর আন্তঃসম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিষয়ভিত্তিক জ্ঞান বিনিময়ের সুযোগ পেয়েছেন অংশগ্রহণকারীরা।

আয়োজক পরিষদের সদস্য সচিব ড. শরিফুল ইসলাম দুলু বলেন দেশের বিপণন খাতে জড়িত পঁয়তালিস্নশ লাখ মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পেশাগত উৎকর্ষ অর্জনের জন্যই মার্কেটিং ডে।

দেশের বিপণন খাতে অধিকাংশ নির্বাহীরা বৈশ্বিকমানের নয় দাবি করে ড. শরিফুল ইসলাম দুলু বলেন, বিপণনের জায়গাটি অনেক বড়। সময়ের সঙ্গে সঙ্গে মাধ্যম এবং কৌশল পরিবর্তিত হচ্ছে। মার্কেটিং ডে উদযাপনের মাধ্যমে আমরা মার্কেটার ইনস্টিটিউটের একটি স্বপ্ন বাস্তবায়ন করছি আমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<57863 and publish = 1 order by id desc limit 3' at line 1