বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
বা ং লা দে শ কৃষি বি শ্ব বি দ্যা ল য়

বন্ধুর স্মরণে ক্রকিটে

নতুনধারা
  ০৪ নভেম্বর ২০১৯, ০০:০০

'আমরা বন্ধুর কাছ থকেে মমতা চাই, সমবদেনা চাই, সাহায্য চাই ও সে জন্যই বন্ধুকে চাই'- বশ্বিকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই উক্তরি মাধ্যমে বন্ধুত্বরে বন্ধনকে সুনপিুণভাবে তুলে ধরছেনে। বন্ধুত্বরে সর্ম্পকরে মধ্যে থাকবে একজনরে প্রতি অন্যজনরে মমতা, অন্যজনরে দুঃখরে সঙ্গী হওয়া, অন্যজনরে বপিদে সাহায্য করা। পাশে কউে না থাকলওে তার বন্ধু থাকব,ে এমন মনোভাব বন্ধুত্বরে সর্ম্পককে সুদৃঢ় কর।ে বাংলাদশে কৃষি বশ্বিবদ্যিালয়রে পশুপালন অনুষদরে ছাত্র ছলি মহেদেী হাসান। আমরা আমাদরে সইে প্রয়ি বন্ধুকে মমতা, সমবদেনা ও সাহায্য করতে পারলওে কাছে ধরে রাখতে পারনি।ি ফজলুল হক হলে অনকেটা সময় এক সঙ্গে কটেছেে আমাদরে। দনিটি ছলি গত বছররে ২০ ফব্রেম্নয়ার,ি হঠাৎ ট্রনে র্দুঘটনায় গুরুতর আহত হয়ে রাজশাহীতে ইসলামী ব্যাংক মডেকিলে কলজে হাসপাতালে ২০ দনি আইসইিউতে থাকার পর সবাইকে ছড়েে চরিদনিরে জন্য না ফরোর দশেে চলে যতেে হয় তাক।ে র্আথকি ও মানসকিভাবে তার পরবিারকে সাহায্য করতে পারলওে শষে র্পযন্ত তাকে আমাদরে মাঝে রাখতে পারনি।ি সে চলে গলেওে তার ফলেে যাওয়া স্মৃতি আজও আমরা ভুলতে পারনি,ি আর ভুলতওে চাই না। মহেদেী ছলি ক্রকিটেপ্রমেী ও একজন ভালো ক্রকিটে খলেোয়াড়। বড় ভাইদরে সঙ্গে হলরে হয়ে বভিন্নি প্রতযিোগতিায় অংশ নয়িে নজি হলরে নাম উজ্জ্বল রাখতে ভূমকিা রাখে মহেদেী। খলোধুলায় ভালো হওয়ার কারণে সবার সঙ্গে তার পরচিতিটিাও খুব তাড়াতাড়ি হয়। মহেদেীকে সবার মাঝে বাঁচয়িে রাখার জন্যই এবছর মহেদেী স্মৃতি ক্রকিটে র্টুনামন্টেে আয়োজন করা হয় এবং এই ধারা প্রতি বছর অব্যাহত থাকব।ে আমরা ফজলুল হক হলরে ২য় র্বষরে সবাই মলিে ক্রকিটে র্টুনামন্টেরে আয়োজন করি এবং এতে অংশ নইি। নলিামরে মাধ্যমে খলেোয়াড় বাছাই করে নজিদেরে মধ্যে দল গঠন করা হয়। ওই র্টুনামন্টেে মোট ৪টি দল খলোয় অংশ নয়ে। এবার দল কনিে শুভ্র, হলোল, তানজলি, তৌকরি। মাইটি স্ট্রাইকার দলরে মালকি হলোল, রয়িলে টাইগাররে তানজলি, ফ্রন্ডেস উইনাইটডেরে শুভ্র, রাইজংি স্টাররে তৌকরি। খলোর আগরে রাতে হলরে অতথিি কক্ষে অতি উচ্ছ্বাস ও আন্তরকিতার সঙ্গে খলেোয়াড়দরে নলিামরে আয়োজন করা হয়। নলিামরে অয়োজক হসিবেে ছলি সুকণ্ঠা কুশল। অনকে দনি পর সবার এক কাতারে বন্দি হওয়া নয়িে সবার মনরে মধ্যইে এক প্রকার চাঞ্চলতা ও আবগে কাজ করছলি। খলোর মধ্যওে ছলি আনন্দ, রোমাঞ্চ ও আবগে। প্রতটিি খলো ৮ ওভারে সম্পন্ন হয় এবং প্রত্যকেটি দল ৩টি করে খলো পায়। বাছাই র্পব শষেে ফাইনাল নশ্চিতি করে ফ্রন্ডেস ইউনাইটডে ও রাইজংি স্টার। ফাইনাল খলোয় রফোররি দায়ত্বিে ছলি হলোল। টস জতিে ব্যাটংি নয়ে ফ্রন্ডেস ইউনাইটডে। ফ্রন্ডেস ইউনাইটডেরে হয়ে সব থকেে বশেি রান করে মাহনি এবং দলরে জয় নশ্চিতি করে বপিক্ষ দলকে ৬৫ রানরে র্টাগটে দয়িে মাঠ ছাড়ে দলরে মালকি শুভ্র ও সাগর। জয়রে আশায় ব্যাটংিয়রে জন্য মাঠে নমেে ছলি রাইজংি স্টাররে দুই ওপনোর তৌকরি ও ফারহান। জয়রে আশায় ভাটা পড়ে একরে পর এক ব্যাটংি পতনরে ফল।ে শষে র্পযন্ত হাববিুর ও আলি ১২ রানরে জুটি করে ৮ ওভারে দলরে জন্য করে সংগ্রহ ৪২ রান। অতি সহজে ২৩ রানরে ব্যবধানে ম্যাচ জতিে চ্যাম্পয়িন হয় ফ্রন্ডেস ইউনাইটডে। চ্যাম্পয়িন দলরে খলেোয়াড়দরে পা যনে আর মাঠতিে পরে না, সবাই একজন আরকেজনরে সঙ্গে মাশরাফি ও তাসকনিরে সইে ফ্লাইং উদযাপনরে মতো উড়তে থাক।ে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74100 and publish = 1 order by id desc limit 3' at line 1