শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নারীকে সুরক্ষা দেবে 'অ্যালাই'

ইমরান হোসাইন হিমু
  ১০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বর্তমানে গ্রাম থেকে শহরে, ঘরে বাইরে নারীরা কোথাও নিরাপদ নয়। সব জায়গা নারীরা একা হলেই মানুষরূপী কিছু অমানুষ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাস, লঞ্চ,বাসাবাড়ি রাস্তাঘাটে নারীদের এই একাকিত্ব সময়ে সুরক্ষা দিতে এগিয়ে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তারা হলেন- ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ৪৬তম ব্যাচের শিক্ষার্থী শাহীন বাশার মেহেদী হাসান রুম্মান (৪৬ ব্যাচ) এবং শাহরিয়ার ইসলাম হিমেল (৪৭ ব্যাচ)। একের পর এক নারী নিপীড়ন দেখে বসে থাকতে পারেননি তারা। তাইতো নারীদের সুরক্ষায় তৈরি করেছেন 'অ্যালাই' (অখখণ) নামক অ্যাপস। যা এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সফটওয়্যার প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হয়েছে। শাহিন বাশারের নেতৃত্বে 'আইআইটি অ্যাড্রয়েট' দল দেশের ২২টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অ্যালাই অ্যাপসটি নারীদের ধর্ষণরোধে কাজ করবে। এ ছাড়াও নারীদের সেক্সচুয়াল হ্যারেজম্যান্ট, নারী নির্যাতন, ছিনতাই প্রতিরোধসহ যে কোনো বিপজ্জনক মুহূর্তে সুরক্ষা কাজ করবে অ্যাপসটি। কিভাবে এসব কাজ করবে অ্যাপস? এমন প্রশ্নে এই অ্যাপস আবিষ্কারকরা বলেন, 'আমাদের অ্যাপসে অনেকগুলো ফিচার থাকবে। তার মধ্যে যদি একজন ইউজার কোনো অপরিচিত জায়গা দিয়ে যায় অথবা কোনো বিপদের পড়ার আশঙ্কা করলে অ্যাপটির ড্যানজার মুড অন করে রাখতে হবে। পরবর্তী সময়ে কোনো প্রকার শ্যাকিং কিংবা হেল্পসাউন্ড শুনলে অ্যাপসটি থেকে অটোমেটিক্যালি তার বিশ্বস্ত নাম্বারে কল, ম্যাসেজ ও ই-মেইল (কারেন্ট লোকেশনসহ) চলে যাবে। এ ছাড়া ইউজারের মোবাইল থেকে অটোমেটিক্যালি লোকেশন শেয়ার হবে, যা তার বিশ্বস্ত ব্যক্তি অ্যাপের মাধ্যমে সরাসরি দেখে ভিক্টিমের অবস্থান জানতে পারবে। এ ছাড়া অ্যাপসে গোপনে রেকর্ড করা, ছবি তোলার অপশন রয়েছে।' তিনি আরো বলেন, এই অ্যাপসের মাধ্যমে কাছের পুলিশ অথবার্ যাবের সঙ্গে কানেক্ট হতে পারবে। এ ছাড়া পুলিশ ওর্ যাবের মোবাইল নাম্বার লোকেশন জানতে পারবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে ৯৯৯ এ কল দেয়া ও এম্বুলেন্স এবং বস্নাড ডোনার খুঁজতে পারবে।'

'আগামী ২১ ফেব্রম্নয়ারি থেকে অ্যাপসটি গুগলের পেস্ন স্টোরে পাওয়া যাবে। এখন দেখার বিষয় অ্যালাই কতটুকু নারীদে বিপদের সময়ে পাশে দাঁড়াতে পারে। এর আগের শাহিন বাশার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহনসেবা সহজ করতে ঔট ঞজঅঘঝচঙজঞ নামক একটি অ্যাপস তৈরি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<87915 and publish = 1 order by id desc limit 3' at line 1