logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  তুষার কুমার সাহা   ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

আসুন ঋতু ধরে রাখি

এই শহরে দালানকোঠায় বাস যে আমি করি,

ছয় ঋতুর নাম ছোট সময় পাঠ্য বইয়ে পড়ি।

দু’টি মাসের পরে পরে একটি ঋতু আসে,

প্রকৃতি’টা সবুজ হয়ে দেশে আমার ভাসে।

কিন্তু এখন পাই না আমি ঋতু খঁুজে ভাই,

সব ঋতু-ই এক-ই লাগে বোঝার উপাই নাই।

কারণ! হলো এই শহরে দালানকোঠা হায়!

গাছ-গাছালি সবুজ পাতা এই শহরে নাই।

বলতে পারেন ঋতুর সাথে কি সম্পকর্ তার?

বলি শুনুন- এবার আমি করে পরিষ্কার।

যেমন ধরুন পানি ছাড়া মাছ যে সব-ই মরে,

তেমন করে ঋতু বুঝি গাছ-গাছালির তরে।

আসুন সবাই এক-ই হয়ে ঋতু ধরে রাখি,

আজকে থেকে নতুন করে গাছ লাগিয়ে থাকি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে