logo
মঙ্গলবার ২৩ এপ্রিল, ২০১৯, ১০ বৈশাখ ১৪২৬

  ফাহিম ফাহাদ সাম্য   ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

ভুল হয়

পড়তে গেলেই কষ্ট হয়!

নেটে সময় নষ্ট হয়;

সবার মেধা এক তো নয়।

মানুষ মাত্রই ভুল হয়।

খেলতে গেলেই আউট হয়

চলতে গেলে ডাউট হয়

সবার কষ্ট সমান নয়

মানুষ মাত্রই ভুল হয়।

জন্ম নিলেই মরতে হয়

কাছে গেলেই সরতে হয়

ভাবতে গেলে বুঝতে হয়

মানুষ মাত্রই ভুল হয়।

হাসতে গেলে কঁাদতে হয়

শিখতে গেলে জানতে হয়

সবার জানা এক তো নয়,

মানুষ মাত্রই ভুল হয়।

৮ম শ্রেণি

কোটচঁাদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়

কোটচঁাদপুর, ঝিনাইদহ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে