শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একটি দুলর্ভ প্রজাপতি ক্লিপার

হাট্টি মা টিম টিম ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বাংলাদেশের দুলর্ভ প্রজাপতির একটি। নিমফ্যালিডি পরিবারের অন্তভুর্ক্ত এ সদস্যটির ইংরেজি নাম ক্লিপার (ঈষরঢ়ঢ়বৎ) আর বৈজ্ঞানিক নাম চধৎঃযবহড়ং ংুষারধ (ঈৎধসবৎ). এদের ডানার বিস্তার প্রায় ৯৫-১৩০ মিলিমিটার। পূণার্ঙ্গ প্রজাপতি দেখতে ভারী চমৎকার। পিছনের ডানায় সবুজাভ ছোপ তাতে আধ-স্বচ্ছ অনেক বড় বড় সাদা দাগ রয়েছে। ওপরের ডানার সামনের দিকের শিরাগুলো কালো, তাতে দুটি কালো রেখার সারি, নিচের অংশেও আরও দুটি অসম্পূণর্ খাটো রেখা রয়েছে। স্ত্রী ও পুরুষ প্রজাপতি দেখতে একই রকম। এ প্রজাপতির তিনটি উপপ্রজাতি রয়েছে। উপপ্রজাতি পুধহবঁং পাওয়া পায় শ্রীলংকায়, এর ডানার বিস্তার প্রায় ১১৫-১৩০ মিলিমিটার, এর রং প্রধানত ব্রোঞ্জের মতো সবুজাভ ধূসর। উপপ্রজাতি ারৎবহং পাওয়া যায় দক্ষিণ ভারতে যার ডানার বিস্তার প্রায় ১০৫-১২৫ মিলিমিটার এবং এদের রং প্রধানত ব্রোঞ্জ-সবুজ। বাংলাদেশ ও মিয়ানমারে যে উপপ্রজাতিটি পাওয়া যায় সেটি মধসনৎরংরঁং, ডানার বিস্তার প্রায় ৯৫-১১০ মিলিমিটার এবং রং প্রধানত নীলচে সবুজ। এরা সাধারণত গভীর জঙ্গলে যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে বিচরণকারী প্রজাপতি। এরা শক্তিশালী ও অত্যন্ত সাবলীল গতির প্রজাপতি, তবে মাঝেমধ্যে এরা অনিশ্চিত গতিতে ওড়ে। বেশির ভাগ সময় এরা গাছের মাথাতেই থাকে তবে মাঝেমধ্যে উপযুক্ত ফুলগাছ পেলে নিচেও নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<14222 and publish = 1 order by id desc limit 3' at line 1