শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশুসাহিত্য পুরস্কারের জন্য পাÐুলিপি আহŸান

হাট্টি মা টিম টিম ডেস্ক
  ০৩ অক্টোবর ২০১৮, ০০:০০

গতবারের মতো এবারো শিশুসাহিত্য পাÐুলিপি পুুরস্কার ২০১৮ প্রদানের আয়োজন করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান-পাপড়ি। এ উপলক্ষে শিশুকিশোর উপযোগী মৌলিক সাহিত্যকমের্ও পাÐুলিপি আহŸান করেছে প্রতিষ্ঠানটি। ‘শিশুতোষ ছড়া, শিশুতোষ গল্প, কিশোর গল্প, কিশোর উপন্যাস এবং কিশোর কবিতা’ এই পঁাচ বিষয়ে পাÐুলিপি পাঠাতে পারবেন লেখকরা।

তরুণ শিশুসাহিত্যিকদের উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পাপড়ি প্রকাশের স্বত্বাধিকারী ছড়াকার কামরুল আলম। তিনি বলেন, যারা ভালো লেখেন কিন্তু বই প্রকাশ করতে পারছেন না, তাদের সুুযোগ করে দেয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছরের মধ্যে যাদের আগে কোনো বই প্রকাশিত হয়নি বাংলাদেশের এমন যে কোনো শিশুসাহিত্যিক এ আয়োজনে অংশ নিতে পারবেন। প্রাথমিকভাবে পাÐুলিপি নিবার্চনের পর পাপড়ির অথার্য়নে বই প্রকাশ করা হবে। বই প্রকাশের পর এক অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও লেখক সম্মানী বুঝিয়ে দেয়া হবে। পাÐুলিপি যে মৌলিক সৃষ্টিকমর্ সে বিষয়ে লেখককে নিশ্চয়তা দিতে হবে। পাÐুলিপি কম্পোজ করে মেইলে অথবা প্রিন্ট আকারে ডাকযোগে লেখকের সেলফোন নাম্বারসহ পাঠাতে হবে। লেখা পাঠাবার ঠিকানা : পাপড়ি, ২০১ রংমহল টাওয়ার, বন্দর বাজার, সিলেট-৩১০০। ইমেইল : ঢ়ধঢ়ৎরঢ়ৎধশধংয@মসধরষ.পড়স

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<15411 and publish = 1 order by id desc limit 3' at line 1