বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
তোমাদের লেখা থেকে

সৌভাগ্য, দুভার্গ্য

মিতওয়া জামান সৃষ্টি
  ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৭ অক্টোবর ২০১৮, ১৩:৫৭

এক দম্পতির দুই ছেলে ছিল। একজনের নাম ছিল সৌভাগ্য, আরেকজনের নাম ছিল দুভার্গ্য। যার নাম ছিল সৌভাগ্য সে ছিল খুব ভালো ছাত্র। তার রোল থাকত সব সময় ৫-এর নিচে। ক্লাসে পড়া ধরলে সবসময় ঠিকঠাক উত্তর দিত। আর অন্যদিকে যার নাম ছিল দুভার্গ্য, সে ছিল খুবই খারাপ ছাত্র। তার রোল থাকত সবসময় ৩৩-এর উপরে। ক্লাসে যা যা পড়া দিত তা মুখস্থ করত কিন্তু পরের দিন ক্লাসে পড়া ধরলে আর কিছুই পারত না। তাই একদিন তাদের দুজনের মা-বাবা ঠিক করল, যে ছেলের নাম সৌভাগ্য, তাকে একটা স্মাটর্ ফোন কিনে দেবে। সৌভাগ্য তো স্মাটর্ ফোন পেয়ে বেজায় খুশি! আর দুভাের্গ্যর কী হলো? সে তো খুব হিংসা করছে আর বলছে, আমিও এবার ভালো লেখাপড়া করব, তারপর আমিও একটা স্মাটর্ ফোন পাব। আর ওদিকে তো সৌভাগ্য মোবাইল পেয়ে সারাদিন শুধু ঘঁাটাঘঁাটি করে! পড়ালেখায় তার আর মন বসে না। এখন তার পরীক্ষার রেজাল্ট খুবই খারাপ হয়। ক্লাসে আগের মতন আর পড়া পারে না। আর অন্যদিকে দুভার্গ্য তো মোবাইল পাওয়ার লোভে খুব ভালো করে লেখাপড়া করে। ক্লাসে এখন তো তার রোল ১ ছাড়া হয়ই না। একদিন তাদের মা-বাবা সৌভাগ্যের ওপর খুব রেগে গেল। সে পড়ালেখা না করে সারাদিন মোবাইলে ঘঁাটাঘঁাটি করে। তা তো হতে পারে না। তাই তারা সৌভাগ্যের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিল আর দুভার্গ্যকে দিয়ে দিল। চতুথর্ শ্রেণি বয়স : ১১ বছর লাইফ প্রিপারেটরি স্কুল, উত্তরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে