শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিজয়ের চিত্র

আবু সাইদ
  ১২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ঝকঝকে জল ঝরে

পাহাড়ের গাত্রে,

চঁাদ হাসে সেই জলে

পূণির্মা রাত্রে।

সোনালু ফুলের মতো

জোছনা রাঙায়,

ঘুম যায় বুনোছায়া

সবুজ ডাঙায়।

ঝিকিমিকি বালুচরে

লুটে পড়ে তারা রে-

গড়াগড়ি খায় যেন

মমতার ধারা রে।

শিশির মোড়ানো গঁাও

প্রায় নিস্তব্ধ,

বাতাসের নীড়ে ভাসে

টুপটাপ শব্দ।

এই হলো বাংলার

বিজয়ের চিত্র,

এক পলকেই হবে

তুমি তার মিত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26621 and publish = 1 order by id desc limit 3' at line 1