বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নতুন বইয়ের ঘ্রাণে

সম্প্রতি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। শিশু-কিশোররা হাতে পেয়েছে নতুন বই। নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দিত শিশু-কিশোররা। তাদের সেই আনন্দের কথা জানাচ্ছেন মাহবুব এ রহমান
নতুনধারা
  ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

বইয়ের গন্ধ কী যে ভালো লাগে

নতুন বই পেয়ে সত্যিই আমি আনন্দিত। বই বিতরণী অনুষ্ঠানের অনেক আগেই আমি আমার স্কুলে গিয়ে পৌঁছাই। সেখানে টেবিলে স্তরে স্তরে বই সাজানো দেখে আমার আর তর সইছিল না! নতুন বই পেয়ে আমি যেন আনন্দে আত্মহারা। নতুন বইয়ের গন্ধ কী যে ভালো লাগে আমার। অনেক্ষণ ধরে নতুন বইয়ের গন্ধ শুকেছি। আর বইগুলো খোলার পর তো আর আনন্দ দেখে কে! কতো সুন্দর সুন্দর রঙিন ছবি আর মজার মজার গল্প। ইশ, সবগুলো বই যদি একসঙ্গে পড়ে ফেলতে পারতাম!

অনন্য যারিফ আকন্দ

পঞ্চম শ্রেণি, দি হলি চাইল্ড স্কুল, মানিকগঞ্জ।

বছরের সবচেয়ে আনন্দের দিন

আগেই স্যার আব্বুর মোবাইলে ফোন করে বলেছিলেন ১ তারিখে বই দেয়া হবে; শোনে তো আমি খুবই খুশি। আহ! নতুন বই পাব, নতুন কবিতা থাকবে, নতুন গল্প থাকবে। অপেক্ষার পর এলো সেই দিন। সকাল সকাল প্রস্তুত হয়ে ভাইয়ার সঙ্গে স্কুলে গেলাম। স্যাররা আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দিলেন হাতে। নতুন বইয়ের নজরকাড়া ডিজাইন আর মনমাতানো গন্ধ। এটাই আমার কাছে বছরের সবচেয়ে আনন্দের দিন।

ইশরাত জাহান সিবহা

চতুথর্ শ্রেণি, দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিয়ানীবাজার, সিলেট।

একটি কবিতা মুখস্থ করে ফেলেছি

বছরের প্রথম দিনই আমি আমার প্রিয় স্কুল, ‘গভনের্মন্ট ল্যাবরেটরি হাই স্কুল’ থেকে আমার পঞ্চম শ্রেণির নতুন বই পেয়েছি। বাসায় এসে আমি প্রত্যেকটি নতুন বই পড়েছি। আমার নতুন বইগুলো খুব রঙিন। বই পড়ে আমার খুব ভালো লেগেছে। আমি আমার বাংলা বই থেকে অলরেডি একটি কবিতা মুখস্থও করে ফেলেছি। এ ছাড়াও বই থেকে আমি আরও অনেক গল্প পড়েছি। এগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার বন্ধুরাও নতুন বই পেয়ে খুব খুশি হয়েছে।

সামাদ রহমান এবিন

পঞ্চম শ্রেণি, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ।

বই পেয়ে বাড়ির সবাইকে দেখিয়েছি

সকালে স্কুলে যাওয়ার পর খুবই ভালো লাগছিল, কারণ টিভিতে দেখেছিলাম আজকে পাঠ্য পুস্তক দিবস আমাদের নতুন বই দেয়া হবে। স্যাররা যখন বই দিলেন তখন খুব আনন্দ লেগেছে। এ আনন্দ ছোট নয়, অনেক বড় আনন্দ। বই নিয়ে বাড়িতে আসার পর সবাইকে দেখিয়েছি এবং আমি অনেকবার এক পৃষ্ঠা করে গণনা করেছি। আমার কাছে পহেলা জানুয়ারি একটা উৎসব।

নাছিম হোসাইন

পঞ্চম শ্রেণি, পাটুলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালাবাজার, সিলেট।

সব গল্প পড়ে ফেলেছি

বই বিতরণের দিন আম্মুর সঙ্গে স্কুলে নতুন বই আনতে যাই। নতুন চকচকে বই পেয়ে সেই যে কী খুশি লেগেছিল আমার। বাসায় বই নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি প্রথমে বাংলা বইটা হাতে নিই। আমার গল্প পড়তে খুব পছন্দ, তাই বইয়ে থাকা সব গল্প আমি একবারেই পড়ে ফেলছি। এখন থেকে নিয়মিত স্কুলে যাব। আরও বেশি করে পড়ব।

আরেফিন করিম ফারহান

তৃতীয় শ্রেণি, বাকলিয়া গ্রামার স্কুল, চট্টগ্রাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33388 and publish = 1 order by id desc limit 3' at line 1