logo
বুধবার ২১ আগস্ট, ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

  জান্নাতা নিঝুম শিল্পী   ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০  

বইমেলা হয় চাঁদের দেশে

মায়ের কোলে যখন ঘুমায় স্বপ্ন আসে হেসে

চাঁদের ছোঁয়া নিতে আমি ছুটি তার'ই দেশে।

হাওয়ার সে নাও সোনায় মোড়া যাচ্ছি নীলে ভেসে

চাঁদের বাড়ির বারান্দাতে পৌঁছে গেলাম শেষে।

কি পরিবেশ দেখতে আহা! সানার সাদা মিষ্টি

মাছভরা ঐ পুকুর আছে হয় সেখানে বৃষ্টি।

একটু গিয়ে দেখি বাগান ফুলে ফলে ভরা,

চাঁদবুড়িটা কাটছে সুতো চুমকি শাড়ি পরা।

ডানপাশেতে অবাক দেখি শিশুদের হইচই

সোনা চাঁদে মুচকি হাসে ফুটছে বইয়ের খই।

ভয়ে ভয়ে বলছি আমি হচ্ছে এটা কি?

চাঁদের বাগে বইমেলা হয় বুঝতে পেরেছি।

হঠাৎ করে ফুলের শিশু দেখতে আমায় পায়

ছন্দ ছড়ার বই দেবে তাই ধরে নিয়ে যায়।

ছড়ায় ছড়ায় খেলা শুরু হলো চাঁদের মাঠে

সবার থেকে সেরা হলাম মিষ্টি ছড়া পাঠে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে