logo
বুধবার ২১ আগস্ট, ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

  মো. কাউছার আহমেদ   ০৬ মার্চ ২০১৯, ০০:০০  

বসন্ত

গাছে গাছে সবুজ পাতা

এবং নতুন কুঁড়ি,

কুসুম বাগে মধুর খোঁজে

অলির ঘোরাঘুরি!

পাতায় পাতায় স্বপ্ন মাখা

রং-বেরঙের ফুল-

গাইছে সুরে কুহু-কুহু

কোকিলও বুলবুল।

প্রকৃতিতে ঋতুর বদল

বসন্তেরই ছোঁয়া;

আর হবে না গাছ-গাছালি

শিশির জলে ধোয়া!

নবম শ্রেণি

মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়

বানিয়াচং, হবিগঞ্জ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে