logo
সোমবার ২৫ মার্চ, ২০১৯, ১১ চৈত্র ১৪২৫

  এস এম শহীদুল আলম   ১৩ মার্চ ২০১৯, ০০:০০  

মাছ শিকারি মাছরাঙা

পুকুর পাড়ে খুঁটির ওপর

একটি পাখি বসছিল,

টুপুস করে শিকার ধরার

অঙ্ক সরল কষছিল।

সেই পাখিটি রং বাহারি

মাছ শিকারি মাছরাঙা,

ইলিক ঝিলিক মাছের নাচন

দেখলে সে হয় গাছরাঙা।

খলসে পুঁটি মলা দেখে

ধ্যান সাগরে ডুব লগ্ন,

পা থির থির গা থির থির

ধরতে শিকার খুব মগ্ন।

অবশেষে ধরলো সে এক

সিঁদুররাঙা রাজপুঁটি,

উলস্নাসে তাই ডানা মেলে

আলসেমি দেয় আজ ছুটি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে