logo
শনিবার ২৩ মার্চ, ২০১৯, ৯ চৈত্র ১৪২৫

  হাট্টিমাটিমটিম ডেস্ক   ১৩ মার্চ ২০১৯, ০০:০০  

আগামী পৃথিবীর খাদ্য সামুদ্রিক শৈবাল

আগামী পৃথিবীর খাদ্য সামুদ্রিক শৈবাল
দিন দিন ফুরিয়ে আসছে পৃথিবীর ভূপৃষ্ঠভাগের খাদ্যভান্ডার। এজন্য মস্ত মস্ত কৃষিবিজ্ঞানীর তো বটেই, জিন গবেষকদেরও চিন্তার শেষ নেই। কৃষিবিজ্ঞানীরা চেষ্টা করছেন পৃথিবীর ভূমি থেকে উৎপাদিত শস্যের পুরোটা ব্যবহার করতে। আর জিনবিজ্ঞানীরা গবেষণা করছেন কী করে আরও উন্নতমানের শস্য ও প্রাণীর জাত উন্মোচন করা যায়। উভয়পক্ষের এমন প্রচেষ্টার মাঝখানে খানিকটা স্বস্তি গুঁজে দিচ্ছেন শৈবালবিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, পৃথিবীর ভূপৃষ্ঠের তুলনায় কোনো অংশেই কম নয় সমুদ্র-তলদেশের খাদ্যসম্ভার।

আপনি হয়তো ভাবছেন, বাপরে! তা কী করে হয়? সমুদ্রে তো শুধু পানি আর পানি। সে পানিতে থাকে নানা প্রজাতির মাছ, তিমি, হাঙর, অক্টোপাস প্রভৃতি। এর বাইরে আর কী-ই বা আছে সেখানে!

শৈবালবিজ্ঞানীরা জানিয়েছেন, সমুদ্রের তলদেশে নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী ছাড়াও আছে এক প্রকার আগাছা, যাকে তারা বলছেন শৈবাল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে