logo
বুধবার ২১ আগস্ট, ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

  নাসির ফরহাদ   ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০  

মায়ের কথায়

মা বলে রোজ ইশকুলে যা

মানুষ হতে হবে,

বিশ্ব দুয়ার খুলবে তোরই

জয়ের রং উৎসবে।

চলতি পথে সবার সাথে

বলবি হেসে কথা,

তোর কথাতে গাইবে কোকিল

হাসবে তরুলতা।

টিফিন খুলে সবাই মিলে

খাবারগুলো খাবি,

গরিব মানুষ বাসবি ভালো

স্বর্গ কাছে পাবি।

আমার মায়ের মতো যদি

ধরার সবাই হতো!

শিশুদের ঐ মন বাগে ফুল

ফুটতো অবিরত।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে