logo
রোববার ২৬ মে, ২০১৯, ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

  ইবাদ মুহাম্মদ   ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০  

শৈশব

শৈশব আমার বুকের ভেতর

মনের অন্ত্যমিল।

সকাল দুপুর সন্ধ্যাবেলার

সব ছিল বর্ণিল।

সূর্য উদয় হওয়ার সাথে

ভাঙতো মোদের ঘুম।

কায়দা হাতে মক্তবে যাই

ঠোঁটে তাবাসসুম।

পাখির কিচিরমিচির ডাকে

উঠতো নেচে মন।

আনন্দে আর খুনসুটিতে

কাটতো সারাক্ষণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে