logo
রোববার ১৮ আগস্ট, ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

  আব্দুস সালাম   ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০  

মধুমাসে

মাঠ-ঘাট চৌচির ঘাম ঝরে বৌঝির

বালুচর ধু-ধু রে

গড় গড় ডাকে মেঘ বাড়ে বায়ু বাড়ে বেগ

ওই দেখ সুদূরে।

টকটকে লাল লিচু ভারে শাখা হয় নিচু

বুকভরা মধু রে

গাছে গাছে পাকা তাল মধুকর বেসামাল

পিঠা হাতে বধূ রে।

ফালি ফালি তরমুজে পেট ভরি চোখ বুজে

বেল আতা ফুটি রে

টক টক স্বাদ খেতে আনারস ভরা ক্ষেতে

ফলবাগে ছুটি রে।

টসটসে কালো জাম কাঁঠাল ও পাকা আম

সবে ভালোবাসে রে

লাল লাল জামরুল সফেদাও তুল তুল?

আসে মধুমাসে রে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে