logo
বৃহস্পতিবার ২৩ মে, ২০১৯, ৯ জ্যৈষ্ঠ ১৪২৬

  হুমায়ুন আবিদ   ১১ মে ২০১৯, ০০:০০  

মায়ের দোয়া

মা যে আমার এই পৃথিবীর

সবচেয়ে বড় ধন

মায়ের সাথে হয় না তুল্য

কোন আপনজন।

মা যে আমার রোগেশোকে

সুখের ছায়াতল

দুঃখ ব্যথা দূরে রাখার

ধৈর্য সাহস বল।

মা যে আমার ধর্মকর্ম

এই পৃথিবীর সব

মায়ের মাঝে স্বর্গ-নরক

মা যে আমার রব।

মায়ের হাসি মায়ের খুশি

ভুবন করে জয়

মায়ের দোয়া সঙ্গে থাকলে

সন্তানের নেই ভয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে