বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুকুর পায়ে নূপুর বাজে

জিল্লুর রহমান পাটোয়ারী
  ২৫ জুলাই ২০১৮, ০০:০০

খুকুর পায়ে নূপুর বাজে,

সকাল দুপুর সাজে-

কপালে টিপ হাতের বালা,

খুকুর হাতে বাজে।

কানে ঝুমকো নাকের নোলক,

গায়ে খুকুর নীল শাড়ি-

সাজের বায়না শেষ হয় না,

সে বড় শৌখিনদারি।

ঐ আসছে ময়না টিয়া,

গয়না সাথে নিয়েÑ

খুকুর গলায় পরিয়ে দেবে,

আদর সোহাগ দিয়ে।

সাজ দেখতে আসছে হাতি,

ছাতা মাথায় দিয়ে-

সাজ দেখিয়ে হাতি খুশি,

যাবে খুকুর নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4969 and publish = 1 order by id desc limit 3' at line 1