শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০১ জুন ২০১৯, ০০:০০

কিশোর কলম

সাহিত্য পুরস্কার

য় হাট্টি মা টিম টিম ডেস্ক

কবি বশিরুজ্জামান বশির সাহিত্য পরিষদের উদ্যোগে সৃজনশীল প্রতিভা উৎসাহিত করার লক্ষ্যে প্রদান করা হচ্ছে কিশোর কলম সাহিত্য পুরস্কার ২০১৯। কিশোর কলম সাহিত্য পুরস্কার ২০১৯-এর জন্য মনোনীত দশ লেখক হলেন- কবিতা বিভাগ : রেদওয়ান খান নির্বাচিত কাব্যগ্রন্থ- কাল মহাকাল। (২) বড়দের উপন্যাস/গল্প বিভাগ : মোহাম্মদ কামরুজ্জামান নির্বাচিত গল্পগ্রন্থ- মায়াবী সৌরলোক। (৩) প্রবন্ধ-নিবন্ধ বিভাগ: খান মো. রফিকুল ইসলাম নির্বাচিত প্রবন্ধগ্রন্থ- প্রাথমিক শিক্ষাব্যবস্থা ও আমাদের করণীয়। (৪) ভ্রমণ/জীবনী/গবেষণা বিভাগ : আরিফ নজরুল নির্বাচিত জীবনীগ্রন্থ- বাংলাদেশের স্বাধীনতা ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। (৫) শিশুতোষ গল্প /উপন্যাস বিভাগে যৌথভাবে : মোনোয়ার হোসেন নির্বাচিত গল্পগ্রন্থ- আউট বই গুড বই। (৬) প্রিন্স আশরাফ নির্বাচিত গল্পগ্রন্থ- আমাদের পতাকাওয়ালা। (৭) আহমাদ স্বাধীন নির্বাচিত গল্পগ্রন্থ- ফোকলা দাঁতের পরি ও তার নীল বাক্স। (৮) খোরশেদ আলম নির্বাচিত উপন্যাস- অলসপুরের রতন। (৯) ফাহমিদা রিআ নির্বাচিত গল্পগ্রন্থ- কথামালা ঝুমঝুম। (১০) শিশুতোষ ছড়া/কিশোর কবিতা বিভাগ : দেওয়ান বাদল নির্বাচিত ছড়াগ্রন্থ- মেঘের ঘুড়ি।

আনন শিশুসাহিত্য

আসর ও ইফতার

য় হাট্টি মা টিম টিম ডেস্ক

আনন ফাউন্ডেশনের সভাপতি স ম শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শুরুতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে তার লেখা ইসলামী গান ও ইসলামী কবিতা আবৃত্তি করে আনন ফাউন্ডেশনের শিশুরা।

২৫ মে ২০১৯ শনিবার আনন শিশুসাহিত্য আসরের ২৯তম সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক ও শিশুসাহিত্যিক রফিকুল হক দাদুভাই, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি হাবীবুলস্নাহ সিরাজী, শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি নাসির আহমেদ, শিশুসাহিত্যিক মাহফুজুর রহমান, কবি আসলাম সানী, কবি সৈয়দ আল ফারুক, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, শিশুসাহিত্যিক খন্দকার মাহমুদুল হাসান, শিশুসাহিত্যিক রহীম শাহ, চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) ও শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রোমেন রায়হান, সুরকার ও সংগীত পরিচালক ফরিদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<51911 and publish = 1 order by id desc limit 3' at line 1